অপরিচিত নাম্বারের নাম, ছবি ও ফেসবুক আইডি বের করুন
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আপনারা যদি অপরিচিত নাম্বার থেকে ছবি, ফেসবুক আইডি সহ সকল কিছু বের করতে চান । তাহলে আমার এই পোস্টটি ভালো করে পড়ুন। আমি এই পোস্ট এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। কিভাবে এই কাজ গুলো আপনি করবেন।
প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তারপর সার্চবারে লিখবেন eyecon লিখে সার্চ করবেন।
অনেকে এই অ্যাপটি নিয়ে আইডিয়া রাখতে পারেন। যারা আইডিয়া রাখেন তারা বেরিয়ে চলে যেতে পারেন । আবার এই অ্যাপসটা কিন্তু টু কলার এর মতো অনেকটা কাজ করে থাকে। টু কলার যেমন ডাটা চুরি করে অন্যের কাছে ডাটা শো করে এটাও কিন্তু সেই একই কাজ করে থাকে। আমি এই পোস্টটি লিখতে চাইনি কিন্তু আপনাদের অসংখ্য অনুরোধ এর কারণে এই পোস্টটি লিখতে হচ্ছে ।অ্যাপটি ইন্সটল হয়ে গেলে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন।
এরপর, Allow বাটনে ক্লিক করে দিবেন।
তারপর Get Started বাটনে ক্লিক করবেন।
এরপর আপনার কাছে আপনার কাছে আপনার ফোনবুকের একসেস চাইবে। আপনাকে জেনে শুনেই একসেসটা দিতে হবে তা না হলে এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবেন না।
সুতরাং আপনার ফোনবুক এ যে তথ্য গুলো থাকে সেটা সে তার স্টোরে নিয়ে যাবে। সাধারণত যেটা টু কলার করে থাকে। এটা নিয়ে অনেক গুন্জন রয়েছে। তারপরেও আমি আপনাদের আবার বলছি আপনাদের অনুরোধ এর কারণেই এটি করা। তবে টু কলার বা এই অ্যাপস গুলো ডাটা নেওয়ার পর এখন পর্যন্ত তেমন কোনো খারাপ তথ্য শুনিনি। যে কারণে অনেকেই ব্যবহার করতেছে আর আমি এটা মূলত দিচ্ছি। এখন কনটিনিও বাটনে ক্লিক করতে হবে।
এরপর, Eyecon এ ক্লিক করে সেট এস ডিফল্ট এ ক্লিক করব।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন