Amazon Affiliate Marketing এর সেরা ১০ টি উপায়
অনলাইন থেকে আয় করার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে এমাজন এফিলিয়েট মার্কেটিং। আপনিও চাইলে এমাজন এফিলিয়েট মার্কেটিং করে খুব ভালো আয় করতে পারেন। এমাজন এফিলিয়েট মার্কেটিং এর অনেকগুলো পদ্ধতি বা মেথড রয়েছে। আজকে এই পোস্টে আমি সেরা ১০ টি মেথড নিয়ে আলোচনা করব। যারা এমাজন এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চান আশা করি তাদের জন্য অনেক উপকারি হবে আজকেই এই পোস্ট। তো চলুন শুরু করা যাক।
দ্বিতীয় যে কারণ হচ্ছে, এখানে ভিজিটর সংখ্যাও প্রচুর। সিমিলারওয়েব এক প্রক্সি আমাদের একটা রেজাল্ট দিবে দেখুন।
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সেরা 10 টি উপায়
৩. “প্রমোট অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম উইথ ইমেইল লিস্ট” । ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে ইমেইল লিস্টে ইমেইল পাঠিয়ে প্রমোট করা যায় ।
৪. “ইউজড পেইড এডস প্রমোট অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম”। গুগোল এডস হতে পারে, ফেসবুক এডস হতে পারে, ইনস্টাগ্রাম এডস হতে পারে। যেকোনো অ্যাড ই হতে পারে।
৫. “শেয়ার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া”। যেমনঃ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রা, কোরা, রেডবিট সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করার মাধ্যমে।
৬. তারপর হচ্ছে “প্রমোট অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম উইথ ডিজিটাল প্রোডাক্টস”। ডিজিটাল প্রোডাক্ট কে প্রমোট করা।
৭. “নেটিভ অ্যাডভাইজিং ,
৮. লিড মেগনেট এন্ড ইমেইল ,
৯. ওয়েবসাইট ব্যানার উইথস আফিলিয়েট লিঙ্ক”।
১০. “টুলস এন্ড টিপস পেজেস”। এই পদ্ধতিগুলো আমরা করতে পারি।
আচ্ছা এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা এতো অ্যাফিলিয়েট থাকতে অ্যামাজন কে টার্গেট করলাম।কারণ অ্যামাজনে অনেক অনেক প্রোডাক্ট আছে, অনেক ভিজিটর রয়েছে। এখন কথা হচ্ছে যে, আপনি এখানে দেখতে পাচ্ছেন দশ এগারো টা পয়েন্ট দেয়া হয়েছে। এগুলোর মাধ্যমে নিস সেলেক্ট করে, প্রডাক্ট সিলেক্ট করে, আফিলিয়েট মার্কেটিং করা যাবে এই পদ্ধতি গুলো অবলম্বন করে। এখন কথা হচ্ছে আপনি সব পদ্ধতি গুলো যদি একসাথে শুরু করেন তাহলে হবে না। আপনি অ্যামাজন পছন্দ করলেন। অ্যামাজন এর প্রোডাক্ট পছন্দ করলেন। আপনাকে যেকোনো একটি মেথড পছন্দ করতে হবে। আজকে এই ব্লগ থেকে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হব যে আমরা কোন মেথড টি পছন্দ করবো।
নতুনদের জন্য Amazon Affiliate Marketing এর সেরা উপায় কোনটি?
তো এখন প্রথমেই বলা হয়েছে যে ব্লগ মাধ্যমে। এখন আপনি ওয়েবসাইট বানাতে পারেন না, ব্লক লিখতে পারেন না, তারপরে হচ্ছে ডোমেইন হোস্টিং কেনার একটি ব্যাপার আছে। এটা সেটাআপ করা ,প্রসেস গুলো আছে।
নতুন অবস্থায় আমি বলব যে ইউটিউব দিয়ে শুরু করা। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে একটা নিস টার্গেট করতে হয়, কিভাবে নিসের ভিতর থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে হয় , ইউটিউব চ্যানেল কে কিভাবে কাস্টমাইজ করতে হয় কিভাবে ভিডিও তৈরি করতে হয়, কোন সফটওয়্যারটি ভিডিও এডিটিং এর জন্য দরকার সব মিলিয়ে আপনাদেরকে একটি টোটাল গাইডলাইন দেওয়া হবে।
এই পোস্ট হচ্ছে আমাদের প্রথম পর্ব। আমরা ভিডিও তৈরি করব প্রোডাক্ট ডিটেলস এর। এখন আমরা একটু দেখি যে এভাবে মানুষ ইনকাম করছে কিনা । আমরা ইউটিউবে যাব ।
মনে করুন, আমরা এখান থেকে টুডে ডিলস থেকে যেকোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম।
এরপর আমি এখান থেকে “সেভ ওন নিওক্সিন, ওপিএল অ্যান্ড মোর” ক্যাটাগরি সিলেক্ট করলাম।
এইখান থেকে আমি নিচের মার্ক করা পোডাক্ট এর উপর ক্লিক করলাম।
তারপর আমরা এই প্রোডাক্ট টার ডিটেইস দেখতে পাচ্ছি।
এখান থেকে আমি প্রোডাক্ট এর নামটা কে কপি করে যদি ইউটিউবে যাই এবং
এইখানে আমি পেস্ট করি আর এখানে রিভিউ লিখে সার্চ করি।
তাহলে দেখুন প্রথমে একটি ভিডিও আছে একটা, তারপরে একটা, তারপর আরও একটা।
আমরা প্রথম ভিডিওটা যদি ওপেন করি তাহলে এখানে খেয়াল করে দেখি।
এই ভিডিওর অ্যাবাউট সেকশনে যদি যাই , এখানে একটা ডেসক্রিপশন রয়েছে । এই যে এখানে দেখুন আমাজন প্রডাক্ট লিংক দেওয়া আছে।
এই লিংকটায় যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যামাজনের একটি প্রডাক্টের আফিলিয়েট করেছে।