FREELANCERS IT
https://www.freelancersit.com/2023/08/threads-how-to-create-threads-account.html
Threads একাউন্ট খোলার সঠিক উপায় | How to Create Threads Account
আপনি শুনলে অবাক হবেন। Threads এ একাউন্ট করলেই নাকি ভিডিও ভাইরাল । এ কারণে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে Threads এ কিভাবে একাউন্ট খোলে। একটা পোস্ট দেন তো ফাইনালে আমি Threads এ কিভাবে একাউন্ট খোলে সেটা আমি এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো।
একাউন্টটি খোলার আগে আমি আপনাদেরকে বলছি এটা একটি মেয়েটার অঙ্গ প্রতিষ্ঠান। তার মানে বুঝতেই পেরেছেন যে এটা একটি ফেসবুক ইনস্টাগ্রাম এর থেকে অঙ্গ প্রতিষ্ঠান। এখন যদি আপনার একাউন্ট খুলতে চান অবশ্যই একটা ইনস্টাগ্রাম আইডি ওপেন থাকতে হবে।
Threads একাউন্ট খোলার সঠিক উপায় | How to Create Threads Account
শুরুতে আপনি যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বারে গিয়ে Threads লিখে সার্চ করবেন।
ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর,
এখন টিক মার্ক করা বাটনে ক্লিক করেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন।
এরপর Continue বাটনে ক্লিক করবেন। এখন আপনি কয়েকজনকে ফলো করতে পারেন। ফলো করার পরে ফোনের উপরের দিকে তীর মার্ক করা বাটনে ক্লিক করেন।
জয়েন থ্রেডস এ ক্লিক করেন। এখন কিছুক্ষণ সময়ের মধ্যেই আমার একাউন্ট টা ওপেন হয়ে যাবে। আমার একাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে সকল কিছু পোস্ট করতে পারবো।আরও জানুনঃ ইউটিউবার হতে কি কি লাগে?
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে Threads একাউন্ট খুলতে হয়। সবাই ভালোথাককেন। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন