FREELANCERS IT https://www.freelancersit.com/2023/08/threads-how-to-create-threads-account.html

Threads একাউন্ট খোলার সঠিক উপায় | How to Create Threads Account

আপনি শুনলে অবাক হবেন। Threads এ একাউন্ট করলেই নাকি ভিডিও ভাইরাল । এ কারণে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে Threads এ কিভাবে একাউন্ট  খোলে। একটা পোস্ট দেন তো ফাইনালে আমি Threads এ কিভাবে একাউন্ট খোলে সেটা আমি এই পোস্টের  মাধ্যমে আপনাদেরকে দেখাবো।

Threads একাউন্ট খোলার সঠিক উপায় | How to Create Threads Account

একাউন্টটি খোলার আগে আমি আপনাদেরকে বলছি এটা একটি মেয়েটার অঙ্গ প্রতিষ্ঠান। তার মানে বুঝতেই পেরেছেন যে এটা একটি ফেসবুক ইনস্টাগ্রাম এর থেকে অঙ্গ প্রতিষ্ঠান। এখন যদি আপনার একাউন্ট খুলতে চান অবশ্যই একটা ইনস্টাগ্রাম আইডি ওপেন থাকতে হবে।


Threads একাউন্ট খোলার সঠিক উপায় | How to Create Threads Account
শুরুতে আপনি যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বারে গিয়ে Threads লিখে সার্চ করবেন।

threads app
এরপর আপনি সার্চ করবেন তারপর, 

threads account
ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর,

threads
এখন আপনাকে এইটাতে ক্লিক করে লগইন করতে হবে। তারপর,
threads profile
এখানে আপনার নামএবং যাবতীয় তথ্য দিতে হবে। তারপর,
threads update

এখন টিক মার্ক করা বাটনে ক্লিক করেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। 
threads 2023
এরপর Continue বাটনে ক্লিক করবেন। 
how to create threads account
এখন আপনি কয়েকজনকে ফলো করতে পারেন। 
threads follow

ফলো করার পরে ফোনের উপরের দিকে তীর মার্ক করা বাটনে ক্লিক করেন। 
threads follower
জয়েন থ্রেডস এ ক্লিক করেন। এখন কিছুক্ষণ সময়ের মধ্যেই আমার একাউন্ট টা ওপেন হয়ে যাবে। 
threads marketing
আমার একাউন্টটি  ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে সকল কিছু পোস্ট করতে পারবো।


আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে Threads একাউন্ট খুলতে হয়। সবাই ভালোথাককেন। ধন্যবাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া