google.com, pub-8571279523475240, DIRECT, f08c47fec0942fa0 Freelancers IT | Learn More About Freelancing and Outsourcing

sfd

খুব সহজে নিজেই যে কোন এন্ড্রয়েড ফোন রিসেট করুন

আমরা অনেকেই আছি যারা অনেক দামি দামি ফোন ব্যবহার করি । কিন্তু ফোন এর ব্যবহার সম্পর্কে জানিনা। অনেকে আছি যারা শুধু ফোন করার জন্য ফোন ব্যবহার করি। আমরা যদি আমাদের ফোন এর সঠিক ব্যবহার না জানি তাহলে আমাদের হাতে থাকা ফোনটি বেশিদিন চালানো সম্ভব হবে না। 

খুব সহজে নিজেই যে কোন এন্ড্রয়েড ফোন রিসেট করুন

বর্তমান সময়ে আমাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্ট ফোন গুলো ব্যবহার করতে ‍গিয়ে আমরা অনেক বেশি সমস্যায় পড়ি। যেমন ফোন স্লো হয়ে যায়। মাঝে মাঝেই ফোন হাঙ্ক হয়ে যায়। আর ফোন হঠাৎ করে করে বন্ধ হয়ে যায়। কোনো অ্যাপ কাজ করে না ইত্যাদি অনেক সমস্যায় পড়ি ।

কিভাবে নতুন নিয়মে ফোন রিসেট করবেন?
আর এই সমস্যার সমাধান করার জন্য অনেকেই মোবাইল সার্ভিসিং সেন্টার এ যান। এই সমস্যাগুলোর জন্য মোবাইল সার্ভিসিং সেন্টার এ যেতে হবে না। আপনি নিজেই ঘরে বসেই আপনি আপনার ফোন ঠিক করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনটি রিসেট দিতে হবে। আর আমরা অনেকেই ফোন নিজে নিজে রিসেট দিতে পারিনা। এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আশাকরি আপনারা নিজে নিজেই ফোন রিসেট দিতে পারবেন।

ফোন রিসেট কি? এবং কেনো ফোন রিসেট করবো?
ফোনের পুরাতন ডাটা ডিলেট করে ফোনটাকে নতিুন করে চালু করাকেই ফোন রিসেট বলা হয়। অর্থাৎ ফোন নতুন কেনার সময় যেমন থাকে ঠিক তেমনিই ডাটা শূন্য থাকবে ফোন রিসেট দেওয়ার পরে। আর এর জন্য ফোনটি আগের থেকে উচ্চমানের সার্ভিস দেয়। দীর্ঘদিন ফোন চালানোর পরে ফোনে অনেক ক্রেস ফাইল জড় হয়। এতে করে ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। আর ফোন এর যাবতীয় সমস্যা হতে থাকে। আর এই জন্য নিদিষ্ট সময় পরপর ফোন রিসেট করা প্রয়োজন।

আর একটি কারণে আমাদের ফোন রিসেট দিতে হয় সেটা হলো আমরা যখন আমাদের ফোন বিক্রি করে দেয়। তখন ফোন থেকে আমাদের সকল ইনফরমেশন ডিলেট করতে হয়। আর এই জন্য আমাদের অবশ্যই ফোন রিসেট দিতে হবে। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোন সঠিক নিয়মে ফোন রিসেট দিতে হয়। 

ফোন রিসেট করার আগে যেই বিষয়গুলো জানা জরুরী
আপনাদের অবশ্যই এই বিষয়গুলো জানা দরকার। এগুলো আপনারা সাবধানতা হিসেবে ধরে নিতে পারেন। তাই অবশ্যই আপনারা এগুলো খুব সাবধানতার সাথে মনে রাখবেন। 

জিমেইল আইডি সম্পর্কে জানুন
আপনারা প্রথমে আপনার ফোন এ লগইন থাকা জিমেইল আইডির ইউজার নাম এবং পাসওয়ার্ড মনে রাখবেন। কারণ এই তথ্য অবশ্যই জানতে চাইবে। আর এটা মনে না রাখলে পরে অনেক ঝামেলাই পড়তে হবে।
আপনার ফোন থেকেই আপনি আপনার গুগল একাউন্ট সম্পর্কে জানতে পারবেন। আর আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান। তাহলে আপনি আপনার পাসওয়ার্ড টা ফরগেট দিয়ে রিসেট দিয়ে নিবেন আর আপনারা এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন। পাসওয়ার্ডটা রিসেট দেওয়ার পরে ২৪ ঘন্টার মধ্যেই ফোন রিসেট দিবেন না।

ডাটা বেক্যাপ নিয়ে নিন
ফোন রিসেট দিলে আপনার ফোনে থাকা সকল ডাটা ডিলেট হয়ে যাবে। আর আপনার কোনো গুরূত্বপুর্ণ ফাইল থাকলে সেই ফাইল কিন্তু চলে যাবে। আর এই জন্য অবশ্যই আপনার গুরূত্বপূর্ণ  ফাইল আপনি নিয়ে রাখবেন। আপনার অন্য কোনো ফোনো বা আপনার পেনড্রাইভে।

ফোনে যথেষ্ট পরিমাণ চার্জ করে রাখুন
ফোন রিসেট করতে অনেক সময় এর প্রয়োজন। এইজন্য আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন আপনার ফোনে ৭০ % চার্জ আছে কিনা। আর অবশ্যই নেট কানেকশন নিশ্চিত করতে হবে। কারণ এখানে আপনার জিমেইল এ লগইন করতে হতে পারে।

কিভাবে ফোন রিসেট দিবেন
একটি ফোন সাধারণত দুইভাবে রিসেট দেওয়া যায়। যথাঃ
  • Factory Data Reset ( ফ্যাক্টরি ডাটা রিসেট )
  • Mobile Hard Reset ( মোবাইল হার্ড রিসেট )
১. Factory Data Reset: আমরা অগেই জেনেছি যে, একটি ফোন রিসেট করা হলে সেই ফোন এর সমস্ত ফাইল ডিলেট হয়ে যায়। এবং  Factory Reset protection লক হয়ে যেতে পারে। যার কারণে আপনি আপনার ফোনটি ওপেন করতে পারবেন না যদি না আপনি আপনার গুগল এ্যাডড্রেস এবং পাসওয়ার্ড না দিতে পারেন। এই জন্য এই রিসেট জন্য আপনাকে সতর্ক থাকা উচিত। 

২.  Mobile Hard Reset: মোবাইর হার্ড রিসেট করা হলে যেহেতু  Factory Reset protection লক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকেনা। তাই মানুষ এই রিসেট দেওয়ার ক্ষেত্রেই বেশি প্রাধান্য দেয়। আপনি চাইলেই এটাও আপনি ঘরে বসেই দিতে পাবেন।

প্রায় বেশিরভাগ স্মার্ট ফোন । গুগল পিক্সেল, মটোরোলা বা নোকিয়া ফোন এর রিসেট দেওয়ার নিয়ম একই ধরনের হয়। যেভাবে এগুলো রিসেট দিতে হয:
  • আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন।
  • সিস্টেম এ ট্যাপ করুন।
  • রিসেট সিলেক্ট করুন।
  • Erase All Data ( factory Reset )সিলেক্ট করুন।
  • Erase All Data এ ট্যাপ করুন।
  • ফোন এর পিন চাইলে পিন দিন।
  • এখন Erase All Data /  Delete All Data তে ক্লিক করে রিসেট সম্পূর্ণ করুন।
শাওমি ফোন রিসেট করার নিয়ম।

শাওমি ব্রান্ডের সকল ফোনের রিসেট করার নিয়ম। 
  • আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন।
  • About / About Phone  এ প্রবেশ করুন।
  • Factory Resetসিলেক্ট করুন।
  • Reset All Data সিলেক্ট করুন।
  • Factory Reset এ ট্যাপ করুন।
  • পরের নির্দেশনা অনুসরণ করে রিসেট সম্পূর্ণ করুন।
রিয়েলমি ফোন রিসেট দেওয়ার নিয়ম।
  • আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন।
  • নিচের দিকে একটু গিয়ে Additional Settings এ প্রবেশ করুন। 
  • Backup & reset menu সিলেক্ট করুন।
  • এখন Erase All Data তে ক্লিক করে স্কিনে দেখানো নিয়মে  ফাক্টরি রিসেট করুন।
স্যামসাং ফোন রিসেট দেওয়ার নিয়ম।
  • আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন।
  • General সেকশনে ট্যাপ করে Backup & Resetসিলেক্ট করুন।
  • Factory Reset এ ট্যাপ করুন।
  • Reset Device এ ট্যাপ করুন।
  • Delete All এ ট্যাপ করুন।
রিকভারি ব্যবহার করে ফোন রিসেট দেওয়ার নিয়ম।

আপনার ফোন একেবারেই যদি কাজ না করে। মোটকথা আপনি সেটিংস এ প্রবেশ করতে পারছেন না।এই অবস্থায় আপনাকে রিকভারি ব্যবহার করে ফোন রিসেট দিতে হবে। এটার নিয়ম :
  • ফোন বন্ধ করুন।
  • এখন আপনার ফোন এর ভলিউম ডাউন বাটন +  এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন ফোন চালু হওয়া পর্যন্ত।
  • শাওমি এবং স্যামসাং ফোনে রিকভারি মোডে যাইতে ভলিউম আপ বাটন +  এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন ফোন চালু হওয়া পর্যন্ত।
  • এখন  Wipe data / factory reset সিলেক্ট করে ফোন রিসেট দিন।
এই রিসেট দেওয়ার সময় টাচ কাজ করেনা এরজন্য ভলিউম বাটন ক্লিক করে কাজ করতে হবে।

আরও জানুনঃ 
প্রিয় পাঠক বন্ধুরা এতক্ষন আমরা ফোন রিসেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আশা করি আমি আপনাদের এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। এখন আপনি ঘরে বসেই ফোন রিসেট করে নিন এবং উপভোগ করেন আপনার ফোন এর বেস্ট সার্ভিস। পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানতে সহযোগীতা করুন এবং এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

as