কম্পিউটারে হাতে টাইপ করা ছাড়াই খুব দ্রুত লেখার কৌশল
কম্পিউটারে হাতে টাইপ করা ছাড়াই দ্রুত লেখার কৌশল
তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডকস নামে একটি অ্যাপস অথবা ফাইল আছে।
সেখান থেকে ডকস এর উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্ল্যাংক পেজ টি সিলেক্ট করুন।
ব্ল্যাংক পেজ ওপেন করার পরে ঠিক মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ইন্টারফেস কি আপনারা দেখেছেন একদম হুবহু ইন্টারফেস দেখতে পাবেন।
তারপরে আপনাদের সবার উপরে যেই মেনুবার আছে, সেখান থেকে টুলস নামে যে অপশন আছে ওইখানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে দেখবেন লেখা আছে ভয়েস টাইপিং সেখানে ক্লিক করতে হবে।
ভয়েস টাইপিং এ ক্লিক করার পর নিচের দেখানাে ছবিটির মত একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে, তারপরে ক্লিক টু স্পিক বাটনে ক্লিক করলে আপনাদের ভয়েস চালু হবে।
আপনাদের ভাষা সিলেক্ট করার জন্য নিচের দেখানো ছবিটির মত প্রথমে লাল রঙ্গের তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, সেখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে নেমে আসলে, শেষের একটু আগে লেখা আছে (বাংলা বাংলাদেশ) সেইখানে ক্লিক করে সিলেক্ট করবেন।
এখন মাইক্রোফোনের মত দেওয়া যে চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করতে হবে। অবশ্যই ক্লিক করার পর আপনাদের ব্রাউজারে নিচের দেখানো ছবিটির মত যে নোটিফিকেশন আসবে সেটি এলাউ করে দিবেন। মাইক্রোফোন নোটিফিকেশন।
অ্যালাও করার পরে আপনারা এইখানে যত দ্রুত কথা বলবেন এবং যতই স্পিডে কথা বলবেন, সবগুলো আপনার শীটে উঠে যাবে এবং কোন ভুল ছাড়াই।
আরও জানুনঃ
তো আমরা শিখলাম কিভাবে কম্পিউটারে হাতে টাইপ করা ছাড়াই যে কোন ভাষা লিখা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনার বন্ধুদের কে জানাতে শেয়ার করুন। আর নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন