সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে ফ্রিল্যান্সিং শিখুন ২০২৩
আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং শিখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করতে চান। যেখানে অনেক টাকা দিয়ে কোর্স করতে হয়। আবার তেমন ভালো ট্রেইনার পাওয়া যায় না সেসব কোর্সে। আবার অনেকে আর্থিক সমস্যার কারণে ভালো মানের ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন না। তাদের জন্য এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনারা আপনাদের পছন্দ মত যে কোনো একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে করতে পারবেন এবং সাথে প্রতি মাসে ৩১২০ টাকা করে ভাতাও পাবেন। এই কোর্সগুলো BASIS institute of Technology & Management (BITM) এর মাধ্যমে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, শুরুতে দেখে নেই সরকারিভাবে ফ্রিতে কি কি ফ্রিল্য্যসিং কোর্স করতে পারবেন | এটা হচ্ছে কোর্স লিস্ট। এখানে ১৯ টি কোর্স এর নাম দেওয়া আছে |
Sl No. | Name of Course | Month | Hour | Types of Course |
1 | Mobile Application Development – Android | 3 | 240 | New Entrants Program ( Number of Courses: 11 ) |
2 | Graphics & UI Design | 3 | 240 | |
3 | 2D and 3D Animation | 3 | 240 | |
4 | Professional Digital Marketing | 3 | 240 | |
5 | Server Administration including Windows Server Management | 3 | 240 | |
6 | Customer Support & Services for tech | 1 | 80 | |
7 | IT Sales | 1 | 80 | |
8 | Web Design | 3 | 240 | |
9 | e-Commerce Entrepreneurship | 3 | 240 | |
10 | PHP with Laravel Framework | 3 | 240 | |
11 | Web Application Development- Dot Net | 3 | 240 | |
12 | Software Design & Architecture | 2 | 160 | Up Skilling Program –Vendor Certification (Number of Courses: 4) |
13 | Big Data, Data Analytics & Data Science | 2 | 160 | |
14 | Information System Security Management | 2 | 160 | |
15 | Network Administration using Cisco | 2 | 160 | |
16 | Certified Programmer in Python (PCAP,PCPP1 & PCPP2) | 2 | 160 | Up Skilling Program (Number of Courses : 4) |
17 | Software Testing (ISTQB 2018 Foundation) | 2 | ||
18 | Project Management- Professional (PMP certification) | 2 | ||
19 | Cloud Service Management using Amazon Web Services (AWS, Foundation, Associate and professional) | 2 |
কোর্সে যোগদানের যোগ্যতাঃ
- New Entrants: Diploma /Bachelor complete
- Upskilling: Currently employed with minimum 2 years’ experience in IT Industry
প্রশিক্ষণার্থীদের সুবিধাসমূহঃ
- ফ্রি ট্রেনিং
- প্রতিদিন যাতায়াত ও খাবার বাবত ভাতা। মাসে ৩১২০ টাকা।
- সরকারী সার্টিফিকেট
- চাকুরীর সুবর্ণ সুযোগ।
প্রতি মাসে ৩১২০ টাকা করে ভাতা প্রধান করা হবে তবে আপনাকে অবশ্যই ক্লসে ৪০ ভাগ উপস্তিতি থাকতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম কালম মেনে চলতে হবে । এই কোর্স সফল ভাবে সম্পূর্ণ করতে পারলে এখান থেকে সরকারি ভাবে একটি সার্টিফিকেট প্রধান করা হবে। যেটা পরবতীতে আপনার ক্য্যরিয়ারের কাজে লাগতে পারে। সার্টিফিকেট যথেষ্ট ভেলো রয়েছে। এছাড়া চাকরির সুবিধা থাকবে। যদি পরবর্তীতে আপনাকে কোনো কোম্পানি হায়ার করতে চায়, তাহলে তারা আপনাকে হেল্প করবে। এছাড়াও আপনি যদি আপনার ব্যাচের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে থাকেন তাহলে পরবর্তীতে সরকারী কোন প্রজেক্টে আপনাকে হায়ার করতে পারে। প্রধানত এই ৪ টা সুবিধা আপনারা পাবেন এবং পরবতীতে আরও অনেক সুভিধা পাবেন |
কিভাবে সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে ফ্রিল্যান্সিং শিখবেন?
আমি যে ১৯ টি কোর্সের কথা বলেছি, এখান থেকে আপনারা যে কোন একটি কোর্স ফ্রিতে করতে পারবেন। এখানে কোর্স করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে।
দ্বিতীয় স্টেপঃ ইন্টারভিউ
আপনি যদি সিলেক্টে হয়ে যান তাহলে আপানাকে ভাইবার জন্য ডাকা হবে। আপনার ইমেইলে বা মোবাইলে একটা এস এসএস আসবে। আপনার ইন্টারভিউ ফেস টু ফেস হতে পরে। যে কোর্সটিতে অ্য্যপ্লাই করেছেন, সে কোর্সে যদি মানুষ বেশি অ্য্যপ্লাই করে, সে হ্মেএে আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ ফেস করতে হতে পারে। আর যদি কম মানুষ অ্য্যপ্লাই করে তাহলে আপনারা সবাই চান্স পাবেন । এটাই বেশি হয় যে, যারা অ্য্যপ্লাই করে মোটামুটি তারা সবাই চান্স পাই। আপনি কিন্তু একটা এনআইডি দিয়ে একটা কোর্স করতে পারবেন।
তৃতীয় স্টেপঃ চূড়ান্ত নির্বাচন
এই ধাপে আপনাকে এনআডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে নিয়ে হাজির হতে হবে মেইলে বা এসএমএস এ দেওয়া ঠিকানায়।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন