google.com, pub-8571279523475240, DIRECT, f08c47fec0942fa0 Freelancers IT | Learn More About Freelancing and Outsourcing

sfd

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি?

নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চায়। তাদের মনে ফ্রিল্যান্সিং নিয়ে হাজার হাজার প্রশ্ন আসে। আবার অনেকে এটাও বলে যে ভাইয়া আমি যদি ফ্রিল্যান্সিং এর কাজ শিখি, তাহলে ভবিষ্যতে আমার ক্যারিয়ার কি রকম হবে? আসলেই ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? ইত্যাদি। 

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি

আশা করি, এই পোস্ট টি পড়লে আপনারা ফ্রিল্যান্সিং এর ভবিষৎ কি বুঝতে পারবেন। তাই পুরো পোস্টটি  মনোযোগ সহ পড়বেন। 

 ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি ?

বিশ্বব্যাপী দিন দিন বেড়ে চলেছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশার কাজ। কারণ, বেশির ভাগ উন্নত দেশগুলো স্থায়ী কর্মীর বদলে। আউটসোর্স এর মাধ্যমে কাজ করাই নিচ্ছে। কারণ, আউটসোর্স এর মাধ্যমে কাজ করাই নিলে প্রতিষ্ঠানের  খরচ কম হয়। যার ফলে লাভ বেশি হয়। তাই বিশ্বের অনেক প্রতিষ্ঠানই তাদের কাজ নিয়মিত আউটসোর্স করে। ফলে অনলাইন মার্কেটপ্লেসে কাজের পরিমান বৃদ্বি হচ্ছে এবং ফ্রিল্যান্সার ও বাড়ছে। 

সহজ ভাষায় বলতে গেলে  ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ উজ্জল এবং আলোকিত। বর্তমানে সবকিছু তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। পৃথিবী যতদিন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল থাকবে। ততদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ উজ্জল থাকবে। 

ফ্রিল্যান্সিং নিয়ে অনেক মানুষ ভুল ধারণা করে। তারা বলে ফ্রিল্যান্সিং এর আয়ের কোনো নিশ্চয়তা নেই। আবার কেউ কেউ বলে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার। এরকম হাজারো মন্তব্য করে। কিন্তু সত্যি বলতে ফ্রিল্যন্সিং এর কোনো খারাপ দিক নেই। 

বিগত ১০ বছর আগে মানুষ এতো ইন্টারনেটের উপর নির্ভরশীল ছিল না। কারণ তখন ইনন্টারনেট ছাড়াই আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারতাম। কিন্তু এখন প্রায় সকল কাজ ইন্টারনেট এর মাধ্যমে করতে হয়। বর্তমানে একটা কোম্পানির সকল প্রোডাক্ট অনলাইনে কেনাবেচা করা হয়। 

যাকে আমরা ই কমার্স বলে থাকি। যতদিন যাবে এই ই কমার্স ব্যাবসা জনপ্রিয় হয়ে উঠবে। ই -কমার্স  ব্যাবসা পরিচালনা করার জন্য  একজন ডিজিটাল মার্কেটার এর প্রয়োজন।  তাহলে আপনি চিন্তা করেন একজন ডিজিটাল মার্কেটার এর ভবিষ্যৎ কি? 

এইভাবে একটা ওয়েবসাইট তৈরী করতে সব সেক্টরের ফ্রিল্যান্সার দের কাছে যাইতে হয়। যারা বলে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার। তাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা নেই। 

এখন অনেকেই বলবেন ভাইয়া মুখে বললে হবেনা কিছু প্রমাণ দিতে হবে। তো চলুন বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর গুরূত্ব ও অবদান সম্পর্কে জেনে আসি। 

বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর গুরূত্ব ও অবদান ! 

গত কয়েক বছরে দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের অবদান অসাধারণ। দেশের বার্ষিক আয়ের একটি ‍উল্লেখযোগ্য  অংশ আসে তাদের কাছ থেকে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি বিভাগের মতে, ফ্রিল্যান্সাররা বছরে ১০০ মিলিয়ন ডলার আয় করে। কম শ্রম ও খরচের কারণে বাংলাদেশ আউটসোর্সিং এর বাজারে বিশ্বে একটি গুরূত্ব পূর্ণ অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। 

অক্সফোর্ড  বিশ্ববিদ্যালয়ের  বহুমাত্রিক গবেষণা ও শিক্ষাদান বিভাগের একটি গবেষণায় দেখা গেছে, যে অনলাইন শ্রম সরবরাহের ক্ষেত্রে  বাংলাদেশ এখন  বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বাংলাদেশে ফ্রিল্যান্সার দের সংখ্যা বিশ্বে ১৬ শতাংশ। ফোর্বসের মতে, ফ্রিল্যান্সিং থেকে আয়ের দিক থেকে বাংলাদেশ শীর্ষ দশটি দেশের মধ্য একটি দেশ। ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অষ্টম এবং বাংলাদেশের প্রবৃদ্ধি ২৬ শতাংশ। 

আউটসোন্সিং এর বিশ্বে বছরে এক ট্রিলিয়ন ইউএস ডলারের বাজার রয়েছে।  বাংলাদেশে এই খাত থেকে আয় ১ বিলিয়ন হলেও, আগামী দিনে ৫ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ৫বিলিয়ন ডলারের রাজস্ব লক্ষ্য পূরণ করতে, ফ্রিল্যান্সার দের সংখ্যা পাচগুণ বাড়াতে হবে। সেক্ষেত্রে নারী- পুরূষ উভয়কে এইখাতে অবদান রাখতে হবে।

আরও জানুনঃ

আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন আপডেট জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Next Post Previous Post
1 Comments
  • xhosasgagne
    xhosasgagne 7 November 2022 at 16:31

    Knowing when to walk away is imperative when taking part in} at a on line casino in Oklahoma. No matter how tuned in to a strategy would possibly be}, you won’t walk out with a large sum of cash if you keep giving it back to the on line casino. A good rule of thumb is to walk away when you’ve had extra wins 파라오바카라 than losses, or would possibly be} proud of the greenback quantity you could have} acquired.

Add Comment
comment url

as