উপায় অ্যাপে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড
উপায় অ্যাপ ডাউনলোড করে সেলফ - রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড!
১ম বার অ্যাপ-এ লগ-ইন করলে ২৫ টাকা এবং ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে একবারে ৫০ টাকা (বা তার
চেয়ে বেশি পরিমান) মোবাইল রিচার্জ করলে আরো ২৫ টাকা |
আরো গুরত্বপূর্ণ পোস্ট দেখুনঃ নগদে ৮০ টাকা বোনাস নিন। নগদ অফার ২০২১
সন্তোষজনক গ্রাহক এক্সপেরিয়েন্স, সার্বিক সুরক্ষা ও অর্থবহ ইনোভেশনের সাথে আমাদের প্রতিশ্রুতি রইলো আপনাদের সমস্যাগুলোর যথাযথ সমাধান দেবার।
উপায় এর মাদ্ধমে উপভোগ করতে পারবেন আরো উন্নত ও নিরাপদ মোবাইল ব্যাংকিং সার্ভিস, যেমন মোবাইল ট্রানজেকশন, ইউটিলিটি বিল পেমেন্ট, ইন-স্টোর ও ই-কমার্স পেমেন্ট, ইনওয়ার্ড রেমিট্যান্স, স্যালারি ডিসবার্সমেন্ট, মোবাইল রিচার্জ এবং আরো অনেক ভ্যালু অ্যাডেড ফিন্যান্সিয়াল সার্ভিস।
উপায়’ ব্যবহার করা শুরু করতে, প্লে স্টোর থেকে ‘উপায়’ অ্যাপ ডাউনলোড করুন আর ‘উপায়’ সমস্ত সেবা উপভোগ করতে থাকুন। শুধুমাত্র এনআইডি কার্ড ব্যবহার করেই অ্যাপের মাধ্যমে খুলে ফেলতে পারেন ‘উপায়’ অ্যাকাউন্ট।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সহজে উপায় একাউন্ট খুলতে পারি।
স্টেপ নাম্বার ১ :
স্টেপ নাম্বার ২ :
স্টেপ নাম্বার ৩ :
স্টেপ নাম্বার ৪ :
স্টেপ নাম্বার ৫ :
স্টেপ নাম্বার ৬ :
স্টেপ নাম্বার ৭ :
• যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক ব্যতীত)-এর গ্রাহকগণ এখন উপায় অ্যাপ থেকে সরাসরি
কিনতে পারবেন যেকোনো ইন্টারনেট, মিনিট কিংবা বান্ডেল অফার - সহজেই!
• এখন উপায় অ্যাপ থেকে সহজেই পেমেন্ট করা যাবে লংকাবাংলা ক্রেডিট কার্ডের বিল, মাত্র ০.৮%
সার্ভিস চার্জে।
• উপায় অ্যাপ থেকে ডিপিডিসি পোস্টপেইড, ডেসকো, ওয়েস্টজোন, খুলনা ওয়াসা ও বাখরাবাদ গ্যাস
বিল পে করা যাবে কোনরকম চার্জ ছাড়াই!
• লঞ্চ, বাস কিংবা এয়ার টিকেট-এর পেমেন্ট করা যাবে এখন ঘরে বসেই, উপায় অ্যাপে
• যেখানেই, যখনই ঘুরতে যান - উপায় অ্যাপে করা যাবে হোটেল বুকিংও। Go Zayaan-এর মাধ্যেমে বুক
করুন পছন্দের যেকোনো হোটেল।
• এখন উপায় অ্যাপ থেকে কিনতে পারবেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লি:-এর এক্সক্লুসিভ লাইফ
হেলথ ইনস্যুরেন্স সুবিধা!
আরো জানুনঃ
- বিকাশে ২০ টাকা ক্যাশব্যাক! বিকাশ অফার | Bkash Offer 2021
- প্রতি সপ্তাহেই বোনাস! বিকাশ অ্যাপ ওয়েলকাম অফার ২০২১
এগুলো ছাড়াও আপনি উপায় অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে পাবেন ২০% ক্যাশ রিওয়ার্ড (শর্ত প্রযোজ্য)
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।
ধন্যবাদ
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন