FREELANCERS IT
https://www.freelancersit.com/2021/06/bkash-offer-2021.html
বিকাশে ২০ টাকা ক্যাশব্যাক! বিকাশ অফার | Bkash Offer 2021
বিকাশ নিয়ে এসেছে ধামাকা অফার বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলেই ২০ টাকা ক্যাশব্যাক। আর এই অফারটি সকল বিকাশ গ্রাহকের জন্য। তাই আর দেরি না করে পুরো পোস্ট দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং আপনিও পেয়ে যান 20 টাকা ক্যাশব্যাক।
আমরা সবাই জানি বিকাশ কিছুদিন পরপর একটি করে ধামাকা অফার নিয়ে আসে আমাদের সামনে। ঠিক তেমনি ভাবে এবারও আরো একটি ধামাকা অফার নিয়ে হাজির হলো। বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে 2১ টাকা রিচার্জ করলেই 20 টাকা ক্যাশব্যাক। এই অফারটি সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি চলবে ৫ জুন, ২০২১ পর্যন্ত। সর্বোচ্চ একবার উপভোগ করতে পারবেন এই অফারটি। ক্যাশব্যাক পাবেন রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
২০ টাকা ক্যাশব্যাক পেতে যা করতে হবেঃ
১. প্রথমে বিকাশ অ্যাপ টি ওপেন করুন এরপর আপনার পিন নাম্বারটি দিয়ে লগইন করুন
৩. এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করুন (মনে রাখবেন এটা শুধুমাত্র সেই নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট টি খোলা হয়েছে সেই নাম্বারেই 21 টাকা রিচার্জ করতে হবে)।
৪. এখানে আপনি 21 টাকা সিলেক্ট করে নেক্সট করবে ।
৫. এখানে আপনি 21 টাকা রিচার্জ করলে তিন দিনের একটি পালস অফারের আওতাভুক্ত হবেন। এরপর নেক্সট অপশন এ ক্লিক করবেন
৬. এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে আবার নেক্সট অপশন এ ক্লিক করবেন
৭. এই অপশনটি ট্যাপ করে ধরে রাখবেন
৮. আপনার রিচার্জটি সম্পন্ন হয়ে গেছে
এরপর আপনি এক কর্মদিবসের মধ্যে আপনার ক্যাশব্যাক টি পেয়ে যাবেন। সবাই আর দেরি না করে আজি উপরে দেখানো ধাপগুলো ফলো করে 21 টাকা রিচার্জ করে 20 টাকা ক্যাশব্যাক নিয়ে নিন।
আরও গুরুত্বপূর্ণ পোস্ট দেখুনঃ
Awesome post
ReplyDelete