google.com, pub-8571279523475240, DIRECT, f08c47fec0942fa0 Freelancers IT | Learn More About Freelancing and Outsourcing

sfd

Apple ID খোলার নিয়ম ২০২৩ | How to Create Apple ID 2023

সুপ্রিয় পোস্ট প্রেমিক , আশা করি সবাই ভালো আছেন। বরাবর এর মতো আমি মোঃ নুরআলম আপনাদের সামনে নতুন আরেকটি পোস্ট নিয়ে আসলাম আশা করি এই পোস্টটি আপনাদের সবার উপকারে আসবে। তাই মনোযোগ সহকারে পোস্টটি সম্পূর্ণ পরবেন। আজকের পোস্টটি হবে Apple Id নিয়ে।
Apple ID খোলার নিয়ম ২০২৩ | How to Create Apple ID 2023


এই পোস্টটি পড়লে আপনি যা যা জানতে পারবেন।

  • Apple Id কি
  • Apple Id এর কাজ কি
  • Apple Id কাদের জন্য।
  • Apple Id কিভাবে খুলতে হয়।

Apple Id কি?
Apple এর যেকোনো সেবা পেতে অবশ্যই আপনার একটি‘অ্যাপল আইডি’ থাকতে হবে । এই আইডির মাধ্যমে আইক্লাউড এবং ফাইন্ড মাই সার্ভিস সহ সকল অ্যাপল সার্ভিস পাওয়া যায়। অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এমনকি হারানো আইফোন ফিরিয়ে পাওয়ার জন্য। অ্যাপল ডিভাইস এর প্রায় সকল সেবা পেতে অ্যাপল একাউন্ট এর প্রয়োজন রয়েছে।

Apple Id এর কাজ কি?
অ্যাপল ডিভাইস বা আইফোন , আইপ্যাড বা অ্যাপল টিভি ইত্যাদি ব্যবহার করতে হলে অ্যাপল আইডি থাকতে হবে। অ্যাপল আইডি ফোন কে নিরাপদ এবং সেটিংসমূহকে সকল ডিভাইস এ লিঙ্ক করতে সাহায্য করে। মনে করেন আপনার একই অ্যাপল আইডি আইফোন এবং ম্যাক কম্পিউটার এ লগিন করা আছে। সেক্ষেত্রে ম্যাকের নোটস অ্যাপে কিছু লিখলে তা আইফোনের নোট অ্যাপে লিঙ্ক হয়ে চলে আসবে। আবার আপলোড থাকা সকল ছবি সকল অ্যাপস অ্যাপল ডিভাইস থেকে অ্যাকসেস করা যাবে।
মোটকথা অ্যাপল আইডি অ্যাপল ইকোসিস্টেম হিসেবে সকল ডিভাইস কে একত্র করেছে। অ্যাপল আইডি ছাড়া অ্যাপল ডিভাইস চালানো অসম্ভব।

একাধিক অ্যাপল আইডি তৈরী করা যায় কী?
একাধিক অ্যাপল আইডি তৈরী করা যাবে। তবে সুন্দর এবং সঠিকভাবে সার্ভিস পেতে আপনার জন্য ভালো হবে। ব্যক্তিগত সকল অ্যাপল ডিভাইস এ একটি অ্যাপল আইডি লগইন করা।

Apple Id কিভাবে খুলতে হয়।
অনেকেই জানেন আগের নিয়মে আর অ্যাপল আইডি খোলা যাচ্ছেনা। তাই কিভাবে নতুন নিয়মে আপনার অ্যাপল আইডি খুলতে পারবেন আজকের এই পোস্ট এ আমি আপনদের বলে দিব। আপনি চাইলে খুব সহজে ধাপগুলো অনুসরণ করে অ্যাপল আইডি খুলতে পারবেন।
  1. প্রথমে আপনি যেটা করবেন আপনি আপনার ফোনের সেটিংস এ চলে যাবেন।
  2. সাইন ইন টু ইউর আইফোন বাটনে ক্লিক করূন।
  3. ক্লিক করার পর আপনার কাছে আপনার অ্যাপল আইডি চাবে। তো আমাদের তো অ্যাপল আইডি নাই। আগে অ্যাপল আইড খুলতে হবে। এর জন্য আমরা নিচের দিকে একটা লিখা পাবো Don't have an Apple Id or forgot it এই বাটনে ক্লিক করতে হবে।
  4. এখন তিনটা অপশন আসবে।আপনি Create Apple Id তে ক্লিক করতে হবে।
  5. এখন আপনাকে আপনার ফাস্ট নেম, লাস্ট নেম এবং জন্ম তারিখ দিতে হবে।
  6. আপনাকে এখন আপনার সচল জিমেইল একাউন্ট দিতে হবে।এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  7. ক্লিক করার পর আপনাকে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। তবে পাসওয়ার্ডটা অবশ্যেই ৮ ডিজিটের হতে হবে।এবং ইউনিক হতে হবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  8. এখন আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  9. ক্লিক করার পরে আপনার কাছে একটা কোড যাবে। কোডটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
  10. এখন আপনারা নিচের দিকে agree নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। 
  11. কিছুক্ষন সময় নেওয়ার পর আপনার ফোনের পাসকোড চাবে।আপনার ফোনের পাসকোডটি দিয়ে দিতে হবে। 
  12. পাসকোড দিয়ে দেওয়ার পর আপনার একাউন্টটি তৈরী হয়ে যাবে। এবং আপনার ইমেইল ভেরিফাই করতে হবে।
  13. ঠিক ফোন নাম্বার ভেরিফাই এর মতোই একটা কোড যাবে আপনার ইমেইল এ। কোডটি বসিয়ে ইমেইল ভেরিফাই করতে হবে।
  14. এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার অ্যাপল আইডি তৈরী হয়ে যাবে।
  15. এখন আরো কিছু কাজ করতে হবে। এরজন্য আপনি চলে যাবেন আপনার অ্যাপ স্টোরএ
  16. কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। 
  17. আপনি যেকোনো একটা অ্যাপ এ ক্লিক করবেন এরপর আপনার অ্যাপল আইডি চাইবে। অ্যাপল আইডি বলতে আপনি শুরূতে যে ইমেইল আইডি দিয়েছিলেন সেটি দিবেন।
  18. এখন উপরের দিক থেকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে আবার সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। 
  19. এখন রিভিউ চাইবে। রিভিউতে ক্লিক করতে হবে।
  20. এখন আপনিAgree to terms and condition ওন করে দিয়ে উপরের দিক থেকে Next বাটনে ক্লিক করতে হবে।
  21. এখন আপনাকে আপনার Address দিতে হবে।
  22. Address  দিয়ে দেওয়ার পর আপনারা উপরের দিক থেকে Next বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে বলবে আপনার অ্যাপল আইডি কমপ্লিটেড। তার মানে আপনার অ্যাপল আইড তৈরী হয়ে গেছে।
এখন আপনি খুব সহজেই শুধুমাত্র আপনার পাসওয়ার্ড দিয়েই অ্যাপ ইনস্টল করতে পারবেন।

অ্যাপল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি হবে?
অ্যাপল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে Forgotten password ফিচার যেকোনো অ্যাপল ডিভাইস বা ওয়েব থেকে পাসও য়ার্ড রিসেট করা যাবে।তবে একধিক বার ভুল করলে একাউন্ট লক হয়ে যাবে।

অ্যাপল আইডির ব্যবহার
অ্যাপল ডিভাইস চালনার মূল শক্তি হলো অ্যাপল আইডি। আর তাই এই অ্যাপল আইডির ব্যবহার আমাদের জানা প্রয়োজন। নিচে অ্যাপল আইডির ব্যবহার দেওয়া হলোঃ
  1. ফাইন্ড মাই ব্যবহার করে চুরি বা হারিয়ে যাওয়া ডিভাইস খোঁজা।
  2. অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড বা কেনা।
  3. অ্যাপ স্টোর থেকে প্রোডাক্ট কেনা।
  4. অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি+ ইত্যাদি অ্যাপল সার্ভিস ব্যবহার।
  5. হারানো ডিভাইস এর ব্যবহার রূখে দিতে ডিভাইস লক করা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

as