google.com, pub-8571279523475240, DIRECT, f08c47fec0942fa0 Freelancers IT | Learn More About Freelancing and Outsourcing

sfd

কিভাবে অনলাইন থেকে আসল NID Card ডাউনলোড করবেন?

একজন নাগরিক হিসেবে এনআইডি কার্ড অত্যান্ত জরুরী সকল প্রাপ্ত বয়স্কের জন্য। যে কোন অফিসিয়াল কাজ করতে গেলে এনআইডি কার্ড প্রয়োজন হয়। এমনকি ফ্রিল্যান্সিং করতে গেলেও প্রয়োজন। অনেক ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা এনআইডি কার্ড এর জন্য হয়ত আবেদন করছেন কিন্ত এখন ও পান নাই। আবার অনেকে পাওয়ার পর ঞারিয়ে ফেলেছেন বা কোন ভাবে নষ্ট হয়েছে। একন কি করবেন? কিভাবে পাবেন আপনার আসল এনআইডি কার্ড। যা দিয়ে আপনি আপনার সকল কাজ করতে পারবেন। তো চলুন আজকে সে বিষয়টিই আলোচনা করব।

আরো জানুনঃ অনলাইনে ঘরে বসেই জন্ম নিবন্ধন করুন মাত্র ৫ মিনিটে

অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়মঃ

১. প্রথমে গুগলে সার্চ করুন NID লিখে। নিচের চিহ্নিত সাইট টি ওপেন করুন।
অথবা , https://services.nidw.gov.bd/voter_center এই লিঙ্কটি ওপেন করুন।

২. আপনার নিকট যদি আবেদনের স্লিপ থাকে এবং না জেনে থাকেন যে আপনার NID Available আছে কিনা তাহলে আগে জিনে নিন। আপনার NID Available আছে কিনা তা জানতে উক্ত ওয়েব পেইজ থেকে নিচের ছবিতে প্রদর্শিত ফরম টি পূরণ করুন।


আপনার NID Available হলে NID নম্বর সহ আপনাকে সকল তথ্য দেখাবে। আর NID Available না হলে কোন তথ্য দেখাবে না। আর সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে NID ডাউনলোড করতে পারবেন না।
৩. যদি আপনার NID Available থাকে তাহলে আপনার NID নম্বর টি লিখে নিন। এরপর উক্ত ওয়েব পেইজ এর মেনুবার থেকে রেজিস্টর মেনু তে ক্লিক করুন।


এরপর রেজিস্টার ফরম পূরণ করতে চাই বাটনে ক্লিক করুন।

 
এই পেইজ থেকে  রেজিস্টার বাটনে ক্লিক করুন।


৪. এরপর নিচের ছবির ন্যায় ফরম পাবেন যা আপনার প্রাপ্ত NID বা স্লিপ নম্বর, আপনার জন্ম তারিখ এবং ক্যাপচা সহ পূরণ করুন।  


৫. আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।


৬. আপনি আবেদনের সময় যে ফোন নম্বর দিয়েছেন সে নম্বর ভেরিফিকেশন করুন। ভেরিফিকেশন করতে Send SMS বাটনে ক্লিক করুন।


কোডটি আপনার ফোনে আসার পর তা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে Continue বাটনে ক্লিক করুন।


৭. QR কোড স্ক্যান করুন NID Wallet  এন্ড্রয়েড অ্যাপ দিয়ে।




৮. এরপর যার NID Card তার মুখের সামনের দিক ও দুই কানের দিকের মোট তিন টি ছবি দিন।





৯. পাসওয়ার্ড সেট করতে Add Password বাটনে ক্লিক করুন।


একটি পাসওয়ার্ড দিয়ে Update বাটনে ক্লিক করুন।


১০. NID Card ডাউনলোড করতে Download বাটনে ক্লিক করুন। আপনার অরিজিনাল NID Card এর পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে। এখন আপনি এটিকে লুমিনেটিং করে নিয়ে সকল কাজে ব্যবহার করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন থেকে আয় করার পরিপূর্ণ গাইডলাইন পেতে নিচের পোস্টগুলো দেখুন। 

Next Post Previous Post
1 Comments
  • Md. Arif Hosen
    Md. Arif Hosen 19 January 2021 at 19:39

    Nice post.

Add Comment
comment url

as