google.com, pub-8571279523475240, DIRECT, f08c47fec0942fa0 Freelancers IT | Learn More About Freelancing and Outsourcing

sfd

অনলাইনে ঘরে বসেই জন্ম নিবন্ধন করুন মাত্র ৫ মিনিটে

আমরা সচরাচর সরাসরি পোস্ট অফিস অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকি। এক্ষেত্রে যারা এই কাজটি করিয়ে দেয় তারা অনেক সময় বানান ভূল করে থাকে। যা সংশোধন করতে অনেক সময় লেগে যায়। তাই আমরা যদি নিজেই ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন করতে পারি তাহলে ভূল হওয়ার সম্ভাবনা কম থাকে আর যথা সময়েও পেয়ে যাব। তো চলুন! দেখি কিভাবে আমরা ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন করতে পারি।

জন্ম নিবন্ধন এর আবেদন করার নিয়মঃ

মোবাইল বা কম্পিউটারে একই নিয়মে আবেদন করতে পারবেন।  
১. আবেদন করার জন্য প্রথমে যে কোন একটি ব্রাউজার থেকে  http://br.lgd.gov.bd/   এই লিঙ্ক টি ওপেন করুন। এরপর মেনুবার থেকে BR Appication মেনুতে ক্লিক করুন।


কোন কারণে সাইট টি ওপেন না হলে এডভ্যান্স অপশন দেখতে পাবেন। যেখানে ক্লিক করলে Accept বা Continue বাটন দেখতে পাবেন। Accept বা Continue করলে সাইট টি ওপেন হবে।
২. নিচের অপশন থেকে আপনার বিভাগ নিবার্চন করুন।


৩. এরপর আবারও একটি াপশন পাবেন নিচের মতো। যেখানে আপনার জেলা সিলেক্ট করুন।


৪. এরপর একইভাবে আপনার থানা, ইউনিয়ন ও ওয়ার্ড একটি একটি করে সিলেক্ট করুন।




৫. এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন।


৬. নিচের মতো ফরম পাবেন তা কোন প্রকার কপি পেস্ট করা  ছাড়া  লিখে পূরন করতে হবে।


পূরন করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
৭. আবারও একটি ফরম পাবেন যেখান আাগের তথ্যগুলো ইংরেজিতে লিখুন।


৮. এরপর আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মতো প্রিভিউ দেখতে পাবেন।


৯. এবার সংরক্শন বাটনে ক্লিক করুন। 


১০. এরপর আবেদনের একটি নম্বর পাবেন। যা সংরক্ষন করে রাখুন। সবশেষে প্রিন্ট বাটনে ক্লিক করুন। যেখানে ক্লিক করলে একটি ফরম াবেন যা পূর করে প্রয়োজনীয় কাগজ সহ নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগ করুন।


প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. পাসপোর্ট সাইজের ছবি ০২ কপি।
২. পিতা-মাতার আইডি কার্ড এর ফটোকপি।
৩. স্কুলের প্রত্যয়নপত্র অথবা বাচ্চা হলে টিকার কার্ড।
৪. স্কুল সার্টিফিকেট বা নম্বরপত্রের ফটোকপি।

আবেদন করার পর এবং   সকল কাগজ পত্র জমা দেওয়ার পর আপনি নিজেই জানতে পারবেন আপনার আবেদন টি কি অবস্থায় আছে।

জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা জানার নিয়মঃ

আবেদনের অবস্থা জানতে পূণরায় http://br.lgd.gov.bd/ এই লিঙ্কে ক্লিক করুন। এরপর মেনু বার থেকে Application Status এ ক্লিক করুন।


আবেদনের শেষে আপনাকে যে নম্বর দেওয়া হয়েছিল সে নমবর লিখে Get Status বাটনে ক্লিক করুন।


জন্ম নিবন্ধন আসল নাকি নকল তা যাচাই করার নিয়মঃ

১. জন্ম তথ্য যাচাই করোর জন্য আবারও http://br.lgd.gov.bd/ লিঙ্কে ক্লিক করুন। এরপর মেনুবার থেকে Verify Birth Certificate মেনুতে ক্লিক করুন


২. এরপর যার নিবন্ধন তার জন্ম নিবন্ধন কার্ড এর নম্বর এবং জন্ম তারিখ লিখে Search বাটনে ক্লিক করুন।

যদি তথ্য শো করে বা দেখায় তাহলে জন্ম নিবন্ধনটি আসল আর যদি না দেখায় তাহলে নকল।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন থেকে আয় করার পরিপূর্ণ গাইডলাইন পেতে নিচের পোস্টগুলো দেখুন। 
পড়ার জন্য ধন্যবাদ। পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়র করে তাদের সহযোগীতা করুন।
Next Post Previous Post
1 Comments
  • Md. Arif Hosen
    Md. Arif Hosen 19 January 2021 at 19:40

    Awesome post.

Add Comment
comment url

as