FREELANCERS IT
https://www.freelancersit.com/2023/08/govt-job-circular-2023-bsti.html
বিএসটিআইয়ে ৯ম ও ১০ম গ্রেডে ৫৯ পদে চাকুরি ২০২৩
সুপ্রিয় চাকরী প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর! আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসটিআই। এই প্রতিষ্ঠানে ১২ ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে ৫৯ জনকে নেওয়া হবে।
এই চাকরির জন্য আবেদন করতে পারবেন ৭ আগস্ট ২০২৩থেকে আর এই আবেদন চলমান থাকবে ৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে তাদের নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ৩ আগস্ট।
পদের নামঃ সমন্বয় কর্মকর্তা, প্রশাসন উইং
পদসংখ্যাঃ ১
যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমাঃ ৩০ বছর
বেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদের নামঃ পরীক্ষক ( পরীক্ষণ) রসায়ন, রসায়ন পরীক্ষণ উইং
পদসংখ্যাঃ ৬
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন / ফলিত রসায়ন / প্রাণ রসায়ন / মাইক্রোবায়োলজি / ফার্মেসি / অ্যাগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি / সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদের নামঃ পরীক্ষক ( পরীক্ষণ) ফুড এন্ড ব্যাকটেরলজি, রসায়ন পরীক্ষণ উইং
পদসংখ্যাঃ ৫
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন / ফলিত রসায়ন / প্রাণ রসায়ন / মাইক্রোবায়োলজি / ফার্মেসি / অ্যাগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি / সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী বা কেমিক্যাল / ফুড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদের নামঃ পরীক্ষক ( পরীক্ষণ) পুরকৌশল- পদার্থ, পদার্থ পরীক্ষণ উইং।
পদসংখ্যাঃ ৪
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স প্রথম শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি / সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী বা সিভিল / মেকানিক্যাল / মেটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদসংখ্যাঃ ২
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার সাইন্স বিষয়ে প্রথম শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি / সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী বা ইলেকট্রিক্যাল অ্রান্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদসংখ্যাঃ ১
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদের নামঃ পরীক্ষক ( মান) পাট ও বস্ত্র, উইং।
পদসংখ্যাঃ ২
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদের নামঃ পরীক্ষক ( মেট্রোলজি, ভৌত) ,মেট্রোলজি উইং।
পদসংখ্যাঃ ৮
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার সাইন্স / ম্যাথমেটিকস / অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিষয়ে প্রথম শ্রেণি / দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ চার বছরের স্নাতক (সম্মান) বা চার বছর মেয়াদী সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার / বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি / দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদের নামঃ পরীক্ষক ( মেট্রোলজি, রসায়ন) ,মেট্রোলজি উইং।
পদসংখ্যাঃ ৬
পদসংখ্যাঃ ৬
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন / ফলিত রসায়ন / প্রাণ রসায়ন বিষয়ে প্রথম শ্রেণি / দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছরের স্নাতক (সম্মান) বা চার বছর মেয়াদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি / দ্বিতীয় শ্রেণি সুমনের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩,০৬০ টাকা ( গ্রেড- ৯ )
পদসংখ্যাঃ ২২
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিকস / কম্পিউটার সায়েন্স / রসায়ন / ফলিত রসায়ন / বায়োকেমিস্ট্রি / ম্যাথমেটিকস / অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি / সমতুল্য সিজিপিএতে স্নাতক ( সম্মান ) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার / কেমিক্যাল / বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণি / বিভাগ / সমরূপ সিজিপিএ / গ্রেড গ্রহণযোগ্য নয়।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ২২,০০০ - ৫৩ ,০৬০ টাকা ( গ্রেড-৯ )
পদের নামঃ পরিসংখ্যানবিদ, প্রশাসন উইং
পদসংখ্যাঃ ১
যোগ্যতাঃ অর্থনীতি বা গণিত বা হিসাববিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী । অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা ( গ্রেড-১০ )
আরও জানুনঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নামঃ পরীক্ষক, প্রশাসন উইং
পদসংখ্যাঃ ১
যোগ্যতাঃ অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক (সম্মান) ডিগ্রী অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
বয়সসীমাঃ ৩০ বছরবেতন স্কেলঃ ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা ( গ্রেড-১০ )
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন