২০২৩ সালে ফাইবারে সেরা ৫টি সহজ কাজ ।
ফাইবারে এমন ৫টি সহজ কাজ আছে যেটা শিখে টাকা ইনকাম শুরু করতে পারেন,,
যাতে কম্পিটিশন কম।
আমরা যারা ছাত্র ছাত্রী আছি,, তারা সবাই চাই যে, লেখাপড়ার পাশাপাশি একটা ইনকাম সোর্স। যাতে লেখাপড়াটা চালানো যায়। তাই সেই কথা চিন্তা করে,,আমি আপনাদের? সামনে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা আপনাদের খুব উপকারে আসবে বলে আমি মনে করি। তো, আর কথা লম্বা করছি না।
এবার আসি মূল কথায়।
পুরো ব্লগটি পড়লে আশা করি বিষয়টি বুঝতে সহজ হবে।
মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করে প্রতিদিন টাকা তুলুন
এই বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।
প্রথমে একটা কথা বলা যাক, যেটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি।
ধরেন, আপনার একটি দোকান আছে। আপনি আপনার দোকানটি কিভাবে সাজাবেন?
মনের মাধুরি মিশিয়ে সাজাবেন। আপনি যে কাজ জানেন তা ফুটিয়ে তুলবেন আপনার দোকানে।
সেই অনুযায়ী ক্রেতারা আপনার কাছ থেকে ক্রয় করবেন।
ঠিক তেমনিভাবে, ফাইবার ঠিক সেইরকম। আপনাকে আপনার দোকান সাজাতে হবে সেখানে।
আপনি যে কাজ জানেন সেই অনুযায়ী। তাহলে কেবল আপনার ক্রেতারা আপনার জিনিস ক্রয় করতে আসবে।
মূলকথা এটাই,, আপনাকে কাজ শিখতে হবে। অন্যথায় কোথাও কাজ পাবেন না।
এবার চলুন,,,
সেই ৫টি সহজ কাজ নিয়ে আলোচনা করা যাক।
প্রথমতঃ যে কাজটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গুগল ফর্মের কাজ।
যেটার কম্পিটিশন খুবই কম।ফাইবারে Google form
লিখে খোজেন দেখতে পারবেন। কাজটা খুবই সহজ। ২-৩দিন একটু ট্রাই করলেই পারবেন আশা করি।
এটা তেমন কোনো কঠিন কাজ না।চেষ্টা করলে পারবেন। যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন।
দ্বিতীয়তঃ যে কাজটির কথা আমি বলবো, সেটা হচ্ছে YouTube thumbnail design
ফ্রীল্যান্সিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
তৃতীয়তঃ যে কাজটি সম্পর্কে আলোচনা করবো সেই কাজটা হচ্ছে Background remove
. ফাইবারে এই কাজটি আমার মনে হয় সবচেয়ে সহজ কাজ। যেটা remove bg ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজেই কাজগুলো করতে পারবেন।
ইউটিউবে এ সম্পর্কে প্রচুর ভিডিও রয়েছে।সেখান থেকে এ সম্পর্কে আইডিয়া নিতে পারবেন।
Remove big সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে Background remove করতে হয় তা জানতে
চতুর্থতঃ যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলব সেটা হচ্ছে Beta reader. এই কাজটা অনেক সহজ। এটার কাজ হচ্ছে একজন ইংরেজি লেখক তার লেখা বই আপনাকে দিবে। আপনার কাজ হচ্ছে তার লেখা বইটা পড়া। বইটা সম্পর্কে মন্তব্য করা এবং ফিডব্যাক প্রদান করা।এইটাই কাজ, আর কিছুনা।ইউটিউবে এ বিষয়ে প্রচুর ভিডিও পাবেন। ভিডিও দেখে আইডিয়া নিতে পারবেন।তবে এই কাজটা করতে হলে ইংরেজি সম্পর্কে ধারণা থাকতে হবে।
ফ্রিল্যান্সিং করুন মোবাইল দিয়ে। প্রতিদিন ২০০ - ৩০০ টাকা
কিভাবে? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পঞ্চমতঃ যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে Free Facebook marketing. এর মানে হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কারো প্রোডাক্ট শেয়ার করা। এটা যারা মোবাইল ব্যবহার করে তারাও কাজটি করতে পারবেন।কাজটি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি ঐ প্রোডাক্ট অনুযায়ী আপনি গ্রুপ সিলেক্ট করুন।অতঃপর অনেকগুলো গ্রুপে যুক্ত হয়ে নিন। আরেকটু বিস্তারিতভাবে বললে বলা যায়,
ধরুন, আপনার একটি বই বিক্রির পেইজ আছে। এখন আপনি চাচ্ছেন পেইজটা প্রমোট করার জন্য।
দ্রুত ইনকাম এর উপায়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আজকে এই পর্যন্ত প্রিয় বন্ধুরা।
আর্টিকেলটি কেমন হলো মতামত দিতে ভুলবেন না। পরবর্তী আর্টিকেলটি কোন বিষয়ে চান কমেন্টে জানাবেন।
ইংশাল্লাহ সেই বিষয়ে পরবর্তীতে আর্টিকেল আসবে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন