google.com, pub-8571279523475240, DIRECT, f08c47fec0942fa0 Freelancers IT | Learn More About Freelancing and Outsourcing

sfd

এন্ড্রয়েড ফোনের যেকোনো লক খুলুন মাত্র ৩ মিনিটে

অ্যানড্রয়েড ফেনের যেকোনো লক আপনি যদি ভুলে গিয়ে থাকেন অর্থ্যাৎ পেটার্ণ হতে পারে অথবা যেকোনো পাসওয়ার্ড হতে পারে। অ্যানড্রয়েড ফোনের যেকোনো লক আপনি ভুলে গেলে সেটি খুলতে পারেন বা ভেঙ্গে ফেলতে পারেন খুব সহজেই। আজকে আমি এই পোস্টের মাধ্যমে দেখাবো  কিভাবে আপনি লক খুলবেন। 

এন্ড্রয়েড ফোনের যেকোনো লক খুলুন মাত্র ৩ মিনিটে

তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলছি পোস্ট এর মাঝখানে একটা সতর্কবাণী থাকবে। অবশ্যই আপনারা সেটা কেয়ারফোলিভাবে দেখবেন। এবং পোস্টের শেষের দিকে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব।

আরও পড়ুনঃ আপনার ফোন নিরাপদ আছে তো? এক্ষুনি দেখে নিন

প্রথমে আপনাকে ফোনটি অফ করতে হবে। তারপর পাওয়ার বাটন এবং  ভলিএম এর + বাটন একসাথে চেপে ধরতে হবে।

এন্ড্রয়েড ফোনের যেকোনো লক খুলুন খুব সহজেই

কিছুক্ষণ চেপে ধরার পর ,

এন্ড্রয়েড ফোনের লক

 এই রকম অপশন আপনি পাবেন এখন আপনার টাস কাজ করবে না। তো এখন আপনাকে যেটা করতে হবে ভলিওম এর + এবং - বাটন দিয়ে ওপর নিছে করতে হবে এবং পাওয়ার বাটন ওকে হিসেবে কাজ করবে।তো প্রথমে আপনারা যেটা করবেন  wipe data তে এনে পাওয়ার বাটনে ক্লিক করবেন।

Phone Reboot

তারপর , wipe all data তে এনে পাওয়ার বাটনে ক্লিক করবেন।

wiped data

তারপর, Confirm সিলেক্ট করে পাওয়ার বাটনে ক্লিক করবেন।

এন্ড্রয়েড ফোনের যেকোনো লক খুলুন

তো কনফার্ম করার আগে আপনাকে বলতেছে যে আপনার ফোনের সকল তথ্য ডিলিট হয়ে যাবে।কনফার্ম করার পরে , Back To Main Menu  করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করবেন।

Data wiped

তারপর, Reboot To System সিলেক্ট করে পাওয়ার বাটনে ক্লিক করবেন।

Reboot System

তারপর, ফোনটি রেসটার্ট নিবে এই প্রসেটা হতে ২ থেকে ৩ মিনিট সময় নিবে। এখন  টাস কাজ করবে।তারপর,  নিচের ছবিতে দেখানো > বাটনে ক্লিক  করবেন। 

Restart Phone

তারপর, ভাষা সিলেক্ট করবেন। ডান পাশের > বাটনে ক্লিক  করবেন। 

Android Phone Lock

তারপর, Country সিলেক্ট করবেন। 

Android Phone

তারপর, ডান পাশের এরোও > বাটনে ক্লিক করবেন।

Phone Lock

Privacy Policy Accept করার জন্য চেক বক্স সিলেক্ট করে ডান পাশের এরোও > বাটনে ক্লিক করবেন।  তারপর, বাসাই ওয়াইফাই থাকলে কানেক্ট করতে হবে। 

Android Phone Lock Unlock

তারপর, আবারও ডান পাশের এরোও > বাটনে ক্লিক করবেন।

wifi connect

তারপর, Don't Copy নামে একটা অপশন আছে এই লেখার উপর ক্লিক করবেন।

unlock phone

তারপর,
how to unlock phone

যেহেতু আপনি এইটা ভুলে যাওয়ার কারণেই এটা করতেছেন সো আপনি তীর চিহ্ন দেওয়া Use Google account Inserted এই লেখার উপর একটা  ক্লিক করবেন। তার পর আপনি যেই জিমেইল একাউন্ট দিয়ে ফোনটি চালাইছেন আগে ওই জিমেইল এবং পার্সওয়াড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর। Add Previous Account এই লেখার উপর একটা ক্লিক করবেন।

add google account

তারপর,
backup data

ব্যাকআপ অফ করে উপরের দিকে স্ক্রল করবেন। তারপর, Accept  বাটনে ক্লিক করবেন।

reset phone

তারপর, Continue  বাটনে ক্লিক করবেন।

unlock home screen lock

তারপর, Do It Later এই লেখার উপর একটা ক্লিক করবেন।

unlock pattern lock

তারপর, Skip লেখার উপর ক্লিক করবেন।

ফোনের যেকোনো লক খুলুন মাত্র ৩ মিনিটে

তারপর অনেকগুলো অপশন আসবে। নিচের দিকে No Thanks লেখার উপর ক্লিক করবেন।

এন্ড্রয়েড ফোনের যেকোনো লক খুলুন

তারপর, আবারও Skip লেখার উপর ক্লিক করবেন। 

ফোনের যেকোনো লক খুলুন  খুব সহজেই

তারপর, একটু উপরের দিকে স্ক্রল করে, ডান পাশের এরোও > বাটনে ক্লিক করবেন।

এন্ড্রয়েড ফোনের লক খুলুন মাত্র ৩ মিনিটে

তারপর, এরোও > বাটনে ক্লিক করবেন।

এন্ড্রয়েড ফোনের লক খুলুন

আমাদের কাজ শেষ । এখন ফোনটি আগের মতো হয়ে যাবে কোনো লক থাকবে না কিন্তু ফোনে কোনো তথ্য থাকবে না। 
এন্ড্রয়েড ফোনের লক খুলুন খুব সহজেই

পোস্ট এর শুরুতে যে সতর্ক বাণীটি আপনাদের দিয়েছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। যদি এমন হয় যে আপনি ফোনে যে লক দিয়েছেন কিছুতেই আপনি মনে করতে পারছেন না অথবা আপনার ফোনে অন্য কেউ লক দিয়েছে এবং আপনার ফোন ফ্লাস দিতে হবে মেকার এর কাছে নিয়ে গিয়ে। এই রকম অবস্থা হলে আপনি লকটি খুলবেন। তবে এক্ষেত্রে  আপনার ছবি ভিডিও বা অন্য কোনো ফাইল সব কিন্তু চলে যাবে। 

আপনার যদি মনে হয় সব চলে যােওয়ার পরেও আপনার ফোনটাকে খোলা দরকার। তাহলে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে, আপনি যে আপনার জিমেইল আইডি দিয়ে আপনার প্লেস্টোর ওপেন করেছিলেন। সেই জিমেইল আইডি এবং পার্সওয়াডটি মনে রাখতে হবে। কারণ এই কাজ করতে গিয়ে সেই জিমেইল আইডি এবং পার্সওয়াড অবশ্যই আপনাকে দিতে হবে।
আরও জানুনঃ
এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এরকম আরো উপকারি পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

as