FREELANCERS IT https://www.freelancersit.com/2023/01/payoneer-to-bkash-3-advantages.html

পেওনিয়ার হতে বিকাশে টাকা নিলেই অস্থির ৩ টি সুবিধা

আপনি যদি পেওনিয়ার থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান, তাহলে আপনি তিনটা সুবিধা পাবেন।তো আমি এই তিনটা সুবিধা নিয়ে আজকের পোস্ট এ আলোচনা করব।

পেওনিয়ার হতে বিকাশে টাকা নিলেই অস্থির ৩ টি সুবিধা

পেওনিয়ার হতে বিকাশে টাকা নিলেই অস্থির ৩ টি সুবিধা


১নং সুবিধা: 
জরূরি প্রয়োজনে আপনি যেকেনো জায়গায় থাকেন না কেনো। খুব দ্রুত পেওনিয়ার থেকে টাকা নিয়ে আসতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই। মানে শুধু একটা ক্লিক করবেন, ২ থেকে ৩ মিনিট এর মধ্য টাকা বিকাশে এসে যাবে। কিন্তু আপনি যদি ব্যাংক এর মাধ্যমে আনতেন, তাহলে ২৪ থেকে ৪৮ ঘন্টা লাগতো।তো আমার কাছে এটা খুব ভালো একটা সুবিধা মনে হয়েছে।

২নং সুবিধা: 
পেওনিয়ার থেকে যদি ব্যাংককে আনতে চান। অথবা অন্য পেওনিয়ার একাউন্ট এ পার করতে চান। তো এটা ৫০ ডলার এর নিচে হচ্ছে না। কিন্তু আপনি বিকাশে ১০ ডলারও দিতে পারবেন। এতে করে আপনাকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টাকাই ডলার এর যে মূল্যে সেটাই আপনাকে দিবে। এবং একটা টাকাও আপনাকে কম দিবে না। এছাড়াও বিকাশ থেকে ২% বোনাস দেওয়া হবে। তারমানে এখান থেকেও আমরা ভালো একটা কিছু পাচ্ছি।

৩নং সুবিধা: 
আমরা খুব সহজেই বিকাশ থেকে ব্যাংক এ টাকা নিতে পারতেছি। আমার কাছে এই তিনটি সুবিধা অনেক ভালো লেগেছে। কারণ আমাদের অনেক এর একাউন্ট এ ২০ ডলার পরে আছে আমরা সেটা কাজে লাগাতে পারছি না। কিন্তু আমরা চাইলেই ১০ ডলারও বিকাশে নিতে পারছি এবং খুব কম সময়ের মধ্যেই।


পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া