ইমোর ৩টি নতুন নিরাপত্তা আপডেট ২০২৩। না জানলেই বিপদ!
যদি আপনার ইমু অ্যাকাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড দুটোই অন্য কেউ নিয়ে যায় তারপরেও সে আপনার ইমুতে প্রবেশ করতে পারবে না। কারন রিসেন্টলি ইমোতে নতুন তিনটি আপডেট যুক্ত করা হয়েছে। যে আপডেট গুলো আপনার ইমোতে সেট করলে আপনার ইমো অনেকাংশে নিরাপদ থাকবে।
আমার মনে হয় যে প্রত্যেক ইমো ব্যাবহারকারীর এই তিনটা সেটিংস অবশ্যই করে ফেলা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে প্রসেস টা বলে ফেলি।
ইমোর ৩টি নতুন নিরাপত্তা আপডেট ২০২৩
শুরুতে আপনাকে আপনার ইমু একাউন্ট যেতে হবে। যাওয়ার পর এখানে যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ এন্ড্রয়েড ফোনের একটি বিপদজনক সেটিংস | Android Phone Dangerous Settings
ক্লিক দেওয়ার পর এখান থেকে সেটিংস এ ক্লিক করতে হবে।
সেটিংস এ যাওয়ার পর এইখানে দেখবেন একটা অপশন আছে একাউন্ট অ্যান্ড সিকিউরিটি। আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পর এখানে শুরুতে দেখাবে টু স্টেপ ভেরিফিকেশন। নিচের দিকে এ অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার টু-স্টেপ ভেরিফিকেশন' অপশনটি চালু হবে।
বিঃ দ্রঃ টু স্টেপ ভেরিফিকেশন অপশন না থাকলে অপেক্ষা করতে হবে।
এরপর ওকে করতে হবে।
এখন আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন ।
১. ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন ।
২.এসএমএস ভেরিফিকেশন।
৩. সিকিউরিটি কোশ্চেন ।
এক্ষেত্রে আমি আপনাদের কে বলবো এসএমএস ভেরিফিকেশন টা চালু করে দেওয়ার জন্য। কারন এইটা আমার কাছে সবথেকে ট্রাস্টেড মনে হয়। কারণ ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন এর মধ্যে একটি প্রবলেম হচ্ছে ডিভাইস যদি কখনো হারিয়ে যায় তখন আপনাকে এই ইমো একাউন্ট নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে। তবে এটা উদ্ধার নাও করতে পারেন।
আবার সিকিউরিটি কোশ্চেন অনেক সময় আপনারা ভুল যেতে পারেন। কিন্তু এখানে এসএমএসটা যদি চালু করে দেন তাহলে কিন্তু আপনার একাউন্টটা ১০০% নিরাপদ থাকবে। কারণ যদি আপনার ইমুতে অন্য কেউ প্রবেশ করতে চায় তাহলে আপনার সিমে একটা কোড আসবে। সেই কোড টা বসানোর আগ পর্যন্ত কিন্তু কেও প্রবেশ করতে পারবে না। এটা চালু করার জন্য আপনাকে এসএমএস ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনার সামনে একটা ফোন নাম্বার চাইবে । এখানে ফোন নাম্বার টা দিবেন।
তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন ।
তারপর ওকে করবেন।
এখন একটা এসএমএস এই নাম্বারে যাবে । এখানে কোডটি বসিয়ে দিবেন।
কোড টা বসানোর পর এখন নাম্বারটি নিয়ে নিবে। ভেরিফিকেশন কিন্তু হয়ে গেল। এভাবে আপনি টু স্টেপ ভেরিফিকেশন টা চালু করতে ফলতে পারেন ।
ইমোর ২ নং সিকিউরিটি
দুই নাম্বারে যে সিকিউরিটি অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোনের সিকিউরিটি। আমি বোঝাতে চাচ্ছি কেউ যদি আপনার ফোনটি হাতে নিয়ে আপনার ইমু তে প্রবেশ করে সে যদি অনেক কিছু দেখতে চাই কিন্তু ইজিলি সে দেখতে পারে। আবার যদি আপনার ফোনে ডিফল্ট মানে অ্যাপ লক না থাকে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলার ব্যাপার । সেজন্য কিন্তু ইমু নিজে এই লকটা দিয়ে দিয়েছে ।
এই যে দেখেন পাসকোড লক ,এইখানে একটা ক্লিক করবেন,
ক্লিক করার পর সেখান থেকে এনেবেল এ ক্লিক করবেন,
এনেবেল এ ক্লিক করার পর চারকোড এর একটা পাসওয়ার্ড দিয়ে পাশে টিক চিহ্নতে ক্লিক করবেন।
তারপর Done এ ক্লিক করবেন।
Done এ ক্লিক দেওয়ার পর দেখেন এখানে সাকসেসফুল হয়ে গেছে । এখন দেখা গেল এখানে যদি অন্য কেউ প্রবেশ করতে চায় তাহলে এই পাসকোড টা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু সে প্রবেশ করতে পারবে না। তারমানে আপনার ফোনটাও কিন্তু সিকিউর হয়ে গেল।
ইমোর ৩ নং সিকিউরিটি
আমি একটু ব্যাক করে চলে আসি আপনাদেরকে আরও একটা নিরাপত্তা জনিত ব্যাপার দেখায় এই যে দেখেন এটা হচ্ছে প্রাইভেসি।
প্রাইভেসিতে আসার পর এস্কোল করে নিচের দিকে আসেন এইখানে দেখেন ব্লক স্কিন শর্ট ফর কল’স।
এখানে ক্লিক করার পর এইটা যদি আপনারা অ্যান করে দেন ।
তাহলে এখন যে কেউ চাইলে ও কিন্তু আপনার ইমো তে যে কনভারর্সেশন রয়েছে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না । কেউ যদি চায় এটা কেউ রেকর্ড করে রাখবে বা ভিডিও কল টাকে কেউ রেকর্ড করে রাখবে সেটাও কিন্তু সে করে রাখতে পারবে না।
এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেকে অনেক বেশি ঝামেলায় পড়েছি। এখন কিন্তু এর সমাধান ইমো নিজে দিয়ে দিয়েছে । আমার মনে হয় যে প্রত্যেক ইমো ব্যবহারকারীর এই তিনটি সেটিংস অবশ্যই করে রাখা উচিৎ। এটা আপনার ইমো কে অনেক সিকিউর থাকবে ।
যদি এই প্রসেস টি আপনার কাছে ভালো লাগে বা কাজের মনে হয় তাহলে তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডলিস্টে থাকা অনেকেরই অনেক অনেক বেশি উপকার হতে পারে । প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন