কিভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন?

আপনারা অনেকেই হয়ত চান সেলিব্রেটির মতো ফেসবুকে ফলো বাটন সেট করতে। কিন্তু পারেন না।
সেলিব্রেটির মতো কিভাবে আপনি আপনার ফেসবুকে ফলো বাটন সেট করবেন, আজকে এই ব্লগটিতেই সেই প্রসেসটি দেখাবো আপনাদেরকে।

কিভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন?

যেভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন

শুরুতে আপনি আপনার ফেসবুকের অ্যাপ এ চলে যাবেন।


facebook app

অ্যাপ এ আসার পর ডান পাশে দেখতে পাবেন প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক দিবেন।


facebook profile

ক্লিক করার পর দেখেন এখানে আমার যে নামটা রয়েছে সাথে আমার পিকচারও রয়েছে এখানে একটা ক্লিক দিবেন।


facebook profile view

ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন থ্রি ডট রয়েছে। এই থ্রি ডট মেনতে ক্লিক করবেন।


facebook follow button set

ক্লিক করার পর এখানে দেখেন ভিউ এস নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন।

facebook profile view as

এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে দেখাচ্ছে এড ফ্রেন্ড মেসেজ। এ ভেউ এস মানে হচ্ছে অন্যরা আপনার অ্যাকাউন্টটি কিভাবে দেখতে পাবে সেটা আগে চেক করলাম। আপনার প্রোফাইলটা অন্যরা ঠিক এভাবে দেখতে পাচ্ছে। অ্যাড ফ্রেন্ড এবং মেসেজ।


how to set follow button in facebook profile


এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে ফলো বাটনটা সেট করবেন। আমি একদম ব্যাক করে চলে আসলাম। এখন এখানে দেখেন যে সেটিং অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করব।


facebook profile settings

ক্লিক করার পর এখানে প্রোফাইল সেটিংস নামে একটি অপশন রয়েছে। এটাতে আমরা চলে যাব।


profile settings

প্রোফাইল সেটিংসে আসার পর এখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করব।

facebook profile privacy

প্রাইভেসিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে Who can send friend request এটার ওপরে ক্লিক দেওয়ার পর এখান থেকেই দেখতে পাচ্ছি এভরিওয়ান। এটাকে জাস্ট আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দেব। এখান থেকে কাজ শেষ।

facebook friend requests


এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি। আবার বেরিয়ে আসতে আসতে একদম আমাদের যে নামের সাথে প্রোফাইল পিকচার অপশনটি হয়েছে সেখানে একদম চলে আসব। এই অপশনটিতে ক্লিক করব।


যেভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন

ক্লিক করার পর এখানে যে থ্রি ডট মেনু রয়েছে সেটা ক্লিক করব।

থ্রি ডট মেনু

ক্লিক করার পর ওপরের দিকে একটি সেটিং দেখতে পাচ্ছেন ফলো সেটিংস নামে। এইখানে একটা ক্লিক করব।

ফলো সেটিংস

ক্লিক করার পর এটার রয়েছে ফ্রেন্ডস

ফ্রেন্ডস


এখন আমরা এটাকে জাস্ট পাবলিক করে দেবো।

facebook profile like popular people

আর নিচেরটাও পাবলিক থাকবে। যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এখানে পাবলিক করে দিব।


কিভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন

নিচেরটাও পাবলিক থাকবে।

ফেসবুকে ফলো বাটন যুক্ত করার নিয়ম

আর পরেরটা আপনারা এভরিওয়ান করে দিবেন।

কিভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন

এখান থেকে কিন্তু কাজ শেষ এখন আপনি এখান থেকে বেরিয়ে চলে আসেন আর দেখেন ফলো বাটন সেট হয়েছে কিনা। এখন আমি আবারো এই প্রোফাইল বাটনের উপর ক্লিক করলাম।

কিভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন?

ঠিক করার পর আবার এ থ্রি ডট মেনুতে ক্লিক করব।


ফেসবুকে ফলো বাটন


এখানে ক্লিক করার পর ভিউ এসে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইলটি অন্যদের কাছে কিভাবে দেখাচ্ছে। ভিউ এস এ ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে ফলো বাটনটি এড হয়ে গেছে। এখন কিন্তু ফ্রেন্ড রিকুয়েস্ট এ অপশনটা চলে গিয়েছে।

ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন


এখন আমি যে প্রসেসটি দেখালাম অনেকের স্মার্টফোনে গেলে কিন্তু সেম অপশন গুলা পাবেন না। একটু ডিফারেন্ট থাকতে পারে। তাই এখন আমি আপনাদেরকে ডিফারেন্ট ওইটা দেখাচ্ছি অন্য একটি ফোন থেকে।

how to set follow button

এখান থেকে প্রোফাইলের উপর দিকে যে অপশনটি রয়েছে সেটা ক্লিক করব।

facebook profile

ক্লিক করার পর ওপরের দিকে অপশনটি রয়েছে সেটাই ক্লিক করবেন। মানে সেটিংস এর যে আইকনটা এখানে।

facebook profile settings


ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন how people contact and find you এই অপশনটিতে একটা ক্লিক করবেন।

how people contact and find you

ক্লিক করার পর একদম উপরের দিকে রয়েছে Who can send you friend request এই অপশনটিতে একটা ক্লিক দিবেন।

Who can send you friend request

দেওয়ার পর এটা দেখবেন এভরি অন দেওয়া আছে ।

friend requests in facebook

এটা আপনি এখান থেকে জাস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন।

ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস

আপনি আবার ব্যাক করে আসবেন আবার ব্যাকে আসবেন এখন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কনটেন্টস এখানে একটা ক্লিক দিবেন।

ফলোয়ার্স এন্ড পাবলিক কনটেন্টস

ক্লিক দেওয়ার পর আপনার এটা এভাবে থাকবে এখানে এটা ফ্রেন্ড থাকবে ।

friend

আপনি জাস্ট এটাকে পাবলিক করে দিবেন।


পাবলিক

পরেরটাও পাবলিক করে দেবেন।

Public

আবার সেম ভাবে পাবলিক করে দেবেন ।

public


আপনার কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি এবং দেখি আমাদের ফলো অপশনটি চালু হয়েছে কিনা। এটা দেখার জন্য আমরা আগের নিয়মে প্রোফাইল অপশনে ক্লিক দিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে ভিও এস এ ক্লিক করলে আমরা আমাদের প্রফাইলটি দেখতে পাবো যেটা অন্যদের সামনে যেভাবে দেখাবে।

আরও পড়ুনঃ
ভালো লাগলে পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ফ্রিল্যান্সিং বিষয়ক আপডেট তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url