FREELANCERS IT
https://www.freelancersit.com/2023/01/how-to-set-follow-button.html
কিভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন?
আপনারা অনেকেই হয়ত চান সেলিব্রেটির মতো ফেসবুকে ফলো বাটন সেট করতে। কিন্তু পারেন না।
সেলিব্রেটির মতো কিভাবে আপনি আপনার ফেসবুকে ফলো বাটন সেট করবেন, আজকে এই ব্লগটিতেই সেই প্রসেসটি দেখাবো আপনাদেরকে।
যেভাবে ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন
শুরুতে আপনি আপনার ফেসবুকের অ্যাপ এ চলে যাবেন।
আরও জানুনঃ কিভাবে ফেইসবুক পেইজ থেকে টাকা ইনকাম করবেন?
ক্লিক করার পর দেখেন এখানে আমার যে নামটা রয়েছে সাথে আমার পিকচারও রয়েছে এখানে একটা ক্লিক দিবেন।
ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন থ্রি ডট রয়েছে। এই থ্রি ডট মেনতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে দেখেন ভিউ এস নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে দেখাচ্ছে এড ফ্রেন্ড মেসেজ। এ ভেউ এস মানে হচ্ছে অন্যরা আপনার অ্যাকাউন্টটি কিভাবে দেখতে পাবে সেটা আগে চেক করলাম। আপনার প্রোফাইলটা অন্যরা ঠিক এভাবে দেখতে পাচ্ছে। অ্যাড ফ্রেন্ড এবং মেসেজ।
এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে ফলো বাটনটা সেট করবেন। আমি একদম ব্যাক করে চলে আসলাম। এখন এখানে দেখেন যে সেটিং অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করব।
ক্লিক করার পর এখানে প্রোফাইল সেটিংস নামে একটি অপশন রয়েছে। এটাতে আমরা চলে যাব।
প্রোফাইল সেটিংসে আসার পর এখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করব।
প্রাইভেসিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে Who can send friend request এটার ওপরে ক্লিক দেওয়ার পর এখান থেকেই দেখতে পাচ্ছি এভরিওয়ান। এটাকে জাস্ট আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দেব। এখান থেকে কাজ শেষ।
এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি। আবার বেরিয়ে আসতে আসতে একদম আমাদের যে নামের সাথে প্রোফাইল পিকচার অপশনটি হয়েছে সেখানে একদম চলে আসব। এই অপশনটিতে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে যে থ্রি ডট মেনু রয়েছে সেটা ক্লিক করব।
ক্লিক করার পর ওপরের দিকে একটি সেটিং দেখতে পাচ্ছেন ফলো সেটিংস নামে। এইখানে একটা ক্লিক করব।
ক্লিক করার পর এটার রয়েছে ফ্রেন্ডস
এখন আমরা এটাকে জাস্ট পাবলিক করে দেবো।
আর নিচেরটাও পাবলিক থাকবে। যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এখানে পাবলিক করে দিব।
নিচেরটাও পাবলিক থাকবে।
আর পরেরটা আপনারা এভরিওয়ান করে দিবেন।
এখান থেকে কিন্তু কাজ শেষ এখন আপনি এখান থেকে বেরিয়ে চলে আসেন আর দেখেন ফলো বাটন সেট হয়েছে কিনা। এখন আমি আবারো এই প্রোফাইল বাটনের উপর ক্লিক করলাম।
ঠিক করার পর আবার এ থ্রি ডট মেনুতে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর ভিউ এসে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইলটি অন্যদের কাছে কিভাবে দেখাচ্ছে। ভিউ এস এ ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে ফলো বাটনটি এড হয়ে গেছে। এখন কিন্তু ফ্রেন্ড রিকুয়েস্ট এ অপশনটা চলে গিয়েছে।
এখন আমি যে প্রসেসটি দেখালাম অনেকের স্মার্টফোনে গেলে কিন্তু সেম অপশন গুলা পাবেন না। একটু ডিফারেন্ট থাকতে পারে। তাই এখন আমি আপনাদেরকে ডিফারেন্ট ওইটা দেখাচ্ছি অন্য একটি ফোন থেকে।
এখান থেকে প্রোফাইলের উপর দিকে যে অপশনটি রয়েছে সেটা ক্লিক করব।
ক্লিক করার পর ওপরের দিকে অপশনটি রয়েছে সেটাই ক্লিক করবেন। মানে সেটিংস এর যে আইকনটা এখানে।
ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন how people contact and find you এই অপশনটিতে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর একদম উপরের দিকে রয়েছে Who can send you friend request এই অপশনটিতে একটা ক্লিক দিবেন।
দেওয়ার পর এটা দেখবেন এভরি অন দেওয়া আছে ।
এটা আপনি এখান থেকে জাস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন।
আপনি আবার ব্যাক করে আসবেন আবার ব্যাকে আসবেন এখন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কনটেন্টস এখানে একটা ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর আপনার এটা এভাবে থাকবে এখানে এটা ফ্রেন্ড থাকবে ।
আপনি জাস্ট এটাকে পাবলিক করে দিবেন।
পরেরটাও পাবলিক করে দেবেন।
আবার সেম ভাবে পাবলিক করে দেবেন ।
আপনার কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি এবং দেখি আমাদের ফলো অপশনটি চালু হয়েছে কিনা। এটা দেখার জন্য আমরা আগের নিয়মে প্রোফাইল অপশনে ক্লিক দিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে ভিও এস এ ক্লিক করলে আমরা আমাদের প্রফাইলটি দেখতে পাবো যেটা অন্যদের সামনে যেভাবে দেখাবে।
ভালো লাগলে পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ফ্রিল্যান্সিং বিষয়ক আপডেট তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন