FREELANCERS IT
https://www.freelancersit.com/2023/01/blog-post.html
হোয়াটসঅ্যাপ এর নতুন আপডেট ২০২৩ | Whatsapp Create Call Link
হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা ফিচার যুক্ত করা হয়েছে। যেটা হয়তো বা আপনারাও আমার মতো মনে মনে চেয়েছিলেন। এতদিন যদি আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কল দিতে যেতাম অথবা গ্রুপ কল করতে যেতাম তাহলে প্রথমে নাম্বার সেভ করে সবাইকে একত্রিত করে কল করতে হতো। একটা ঝামেলা পূর্ণ বিষয় ছিল। এর আগে কিন্তু আমরা জুম, গুগোল মিটে যে বিষয়টা দেখেছি, কোন একটি লিংক ইনস্ট্যান্ট শেয়ার করার মাধ্যমে অনেক জন এক সঙ্গে মিটিং করা যাচ্ছিলো। ফাইনালি হোয়াটসঅ্যাপ কিন্তু এই সুযোগ-সুবিধা টি অ্যাড করেছে। কিভাবে আমরা জাস্ট শুধু একটা লিঙ্ক শেয়ার করে হোয়াটসঅ্যাপে মিট বা মিটিং করতে পারি সেই প্রোসেস টাই আমি আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ।
শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই কাজটুকু আপনারা আপনার স্মার্টফোন অথবা আপনারা যদি আপনার হোয়াটসঅ্যাপ কম্পিউটারে ব্যবহার করেন, তাহলে সেখান থেকেও সেম ভাবে এই সুবিধাটুকু ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এর নতুন আপডেট ২০২৩ | Whatsapp Create Call Link
এখন আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে , হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে চ্যাট সিলেক্ট করা আছে
তারপর এখান থেকে কল’স এ চলে যাব।
কলসে চলে আসার পর উপরের দিকে একটা অপশান আছে ক্রিয়েট কল লিঙ্ক এটা কিন্তু আগে ছিলোনা। রিসেন্টলি আসছে।
এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে অটো একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে।
এখন নীচের দিকে দেখেন কল টাইপ।
এখানে ভিডিও আছে যদি ক্লিক করেন তাহলে এখানে ভিডিও এবং ভয়েস দুইটি অপশন দেখতে পাবেন। আপনি যদি মনে করেন কারো সাথে মিটিং করবেন শুধু মাত্র অডিও কলে তাহলে শুধুমাত্র ভয়েস যদি ভিডিও কলে করতে চান তাহলে ভিডিও সিলেক্ট করতে হবে। এখন নিচের দিকে আসুন। দেখেন তিনটা অপশন রয়েছে এখানে ।
১. সেন্ট লিংক ভায়া হোয়াটসঅ্যাপ
(লিংকটা যদি আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করতে চান সে ক্ষেত্রে আপনি এটাই ক্লিক করে করতে পারবেন)
২. কপি লিংক
( এখান থেকে কপি করলে লিংকটি আপনার কপি হয়ে যাবে)
৩. শেয়ার লিংক
(এখান থেকে নিচের ছবিতে দেখানো যে কোন মাধ্যমে আপনি লিংকটা শেয়ার করতে পারবেন)
আমি এখান থেকে আমি যদি কপি লিংকে ক্লিক করি ,তাহলে লিংকটা কপি হয়ে যাবে।
এখন আমি এই লিঙ্কটা কাউকে পাঠানোর পর সে যদি ঐ লিঙ্কের উপর একটা ক্লিক করে তাহলে সে জয়েন হতে পারবে।
এখন যদি এই লিংকটা আরো অনেক জনকে পাঠান তাহলে তারা সবাই ক্লিক করে মিটিং এ যুক্ত হতে পারবে একসাথে।
অন্য কিছু করতে হচ্ছে না । জাস্ট লিংকে ক্লিক করবে এবং তারা ঢুকে যেতে পারবে ।
এই সুযোগ সুবিধা কিন্তু আগে ছিল না এখন অ্যাড করেছে এবং এই সুযোগ সুবিধা আমার মনে হয় যে অনেকেরই কাজে লাগবে ।
আরও পড়ুনঃ
এই টিপস টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এরকম আরো উপকারি পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন