এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশাল সুবর্ণ সুযোগ, 4.83 এবং এ প্লাস যারা পেয়েছে তাদের জন্য বিশাল সুবর্ণ সুযোগ। আবেদনটি শুরু হবে 30 শে নভেম্বর থেকে 25 শে ডিসেম্বর পর্যন্ত। ডাচ-বাংলা কর্তৃক বরাবর আবেদনটি করলে আবেদনটি গৃহীত হলে আপনাদের সুবিধা কী কী হতে পারে?? আবেদনটি গ্রহণ করা হলে তারা প্রত্যেক মাসে 2 হাজার 500 টাকা তাদের একাউন্টে পাবে। এর মধ্যে পোশাক এর জন্য দেওয়া হবে 1000 টাকা এবং বইয়ের জন্য দেওয়া হবে 2500 টাকা।যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার ইচ্ছুক তারা ডাচ-বাংলা বরাবর সরাসরি আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ সম্পূর্ণ ফ্রিতে সরকারি খরচে ফ্রিল্যান্সিং শিখুন ২০২৩
তাহলে চলুন এবার আমরা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড থেকে কি বলেছে সেটা একবার দেখি নিই
এখানে ডাচ-বাংলা ব্যাংক বলেছে, ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছেন। এই ধারাবাহিকতায় 2022 সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীদের কাছে থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
১ঃ শিক্ষার স্তর
এস,এস,সি / সমমান
ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য
২ঃ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল / শিক্ষাপ্রতিষ্ঠান
কমপক্ষে জিপিএ (5.00) থাকতে হবে
২ঃ জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল / শিক্ষাপ্রতিষ্ঠান
কমপক্ষে জিপিএ (5.00) থাকতে হবে
২ঃ গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত খুতবা শিক্ষাপ্রতিষ্ঠান
কমপক্ষে জিপিএ (4.83) থাকতে হবে
বৃত্তির পরিমান ও সময়কাল
১ঃ শিক্ষার স্তর
এইচ এস সি
২ঃ সময়কাল
দুই বছর
৩ঃ মাসিক বৃত্তি (টাকা)
২,৫০০/-
৩ঃ বার্ষিক অনুদান টাকা
(ক) ঃ পাঠ্য উপকরণের জন্য বা বই কেনার জন্য
২,৫০০/-
(খ) ঃ পোশাক পরিচ্ছদের জন্য
১,০০০/-
বৃত্তির অন্যান্য নীতিমালাঃ
১ঃ যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
২ঃ গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90 ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃদ্ধির শতকরা 50 ভাগ ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে।
৩ঃ 2022 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন করার লিংক নিচে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ 25 শে ডিসেম্বর
এখন প্রশ্ন হল আবেদন করার জন্য কি কি লাগবে?
১ঃ আবেদনকারীর বাবার এক কপি ছবি।
২ঃ আবেদনকারীর মায়ের এক কপি ছবি।
৩ঃ আবেদনকারীর ছবি এক কপি।
৪ঃ আবেদনকারীর প্রশংসাপত্র।
৫ঃ আবেদনকারীর নাম্বার পত্র / মার্কশিট।
[ বিঃ দ্রঃ ] প্রশংসা পত্র এবং নাম্বার পত্র শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুলে গেলেই পাবেন।
আপনারা যেখানে গিয়ে আবেদন করবেন সেই লিংকটি নিচে দিয়ে দিচ্ছি
সরাসরি আপনারা এই লিংকে গেলে একটি ফ্রম দেখতে পাবেন এবং এ ফরমে দেওয়া যাবতীয় সকল তথ্য সঠিকভাবে দিয়ে তারপরে সাবমিট করবেন।
পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন