এসএসসি রেজাল্ট দেখুন SMS এর মাধ্যমে | SSC Result 2022 SMS

SMS এর মাধ্যমে ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনার ফোন দিয়ে কিভাবে দেখবেন? আপনি হয়ত আপনার ফোন দিয়ে SMS এর মাধ্যমে ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন। আজকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর, বিভিন্ন ওয়েব সাইট থেকেও রেজাল্ট দেখে নিতে পারবেন। কিন্তু ঐ সময় ওয়েব সাইটগুলোতে চাপ বেশি হওয়ার কারণে সমস্যা হবে। কারণ যেদিন রেজাল্ট প্রকাশ করা হয় সেদিন সবাই একসাথে এই ওয়েবসাইটগুলো ভিজিট করায় সাইটের সার্ভার ডাউন সহ বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তাই ওয়েব সাইটে ঐ সময় রেজাল্ট দেখতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনি যদি SMS এর মাধ্যমে রেজাল্ট দেখেন তাহলে আর কোন সমস্যা হবে না। তো যাই হোক, SMS এর মাধ্যমে ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনার ফোন দিয়ে কিভাবে দেখবেন, সেটাই আমি এই পোস্টে আপনাদের দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।

এসএসসি রেজাল্ট দেখুন SMS এর মাধ্যমে

এসএসসি রেজাল্ট SMS এর মাধ্যমে কিভাবে দেখবেন

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের মেসেজ বা SMS অ্যাপ্লিকেশন টি ওপেন করতে হবে।

আরও পড়ুনঃ এস. এস. সি. রেজাল্ট ২০২২ মোবাইলে মার্কশীটসহ কিভাবে দেখবেন?

SMS

মেসেজ বা SMS অ্যাপ্লিকেশন টি সকল ফোনেই রয়েছে। এমনকি আপনার যদি বাটন ফোন হয় সে ফোনেও রয়েছে। তো মেসেজ বা SMS অ্যাপ্লিকেশন টি ওপেন করার পর Start Chat বা New Message  অপশনে ক্লিক করতে হবে।
Start Chat

Start Chat বা New Message  অপশনে ক্লিক করার পর মেসেজ বা SMS লেখার অপশন আসবে। এইখানে আপনাকে মেসেজ বা SMS লিখতে হবে এবং যেই নম্বরে পাঠাতে হবে সেই নম্বরও লিখতে হবে।
Sms type
মেসেজ বা SMS লেখার অপশনে আসার পর Enter recipients অপশনে 16222 লিখতে হবে। অর্থাৎ এই 16222 নম্বরে আপনি SMS পাঠাবেন। এরপর Enter message অপশনে SSC সকল অক্ষর বড় হাতের লিখতে হবে। এরপর একটা স্পেস দিতে হবে। তারপর আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর লিখতে হবে বড় হতের। যেমন ঢাকা বোর্ড হলে DHA, রাজশাহী বোরড হলে  RAJ, মাদ্রাসা বোর্ড হলে MAD লিখে একটা স্পেস দিতে হবে। নিচে সকল বোর্ডের ইংরেজি নামের প্রথম ৩ অক্ষরের লিস্ট থেকে আপনার বোর্ড দেখে নিতে পারেন।
বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লেখার পর একটা স্পেস দিতে হবে। এরপর আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর লেখার পর আবারও একটা স্পেস দিতে হবে। এরপর আপনার পরীক্ষার সাল লিখতে হবে। আপনি যেহেতু ২০২২ সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন তাই আপনি 2022 লিখবেন। এরপর  
SMS টি সেন্ড করতে হবে। আপনার যেই সিমে টাকা থাকবে সেই সিম দিয়ে SMS টি সেন্ড করবেন।
SSC Result 2022
আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে SMS এর মাধ্যমে ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনার ফোন দিয়ে দেখবেন।

আরও জানুনঃ
পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url