এস. এস. সি. রেজাল্ট ২০২২ মোবাইলে কিভাবে দেখবেন? SSC Result 2022

প্রিয় ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীগন, ২০২২ সালের এস এস সি পরীক্ষার রেজাল্ট একদম মার্কশীটসহ আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে দেখবেন? আপনি হযত আপনার এস এস সি পরীক্ষার রেজাল্ট মার্কশীটসহ আপনার মোবাইল ফোন দিয়েই দেখতে চাচ্ছেন। কিভাবে দেখবেন সেটাই এই পোস্টে আনাদের দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
এস. এস. সি. রেজাল্ট ২০২২ মোবেইলে কিভাবে দেখবেন

এস এস সি রেজাল্ট ২০২২ মোবাইল দিয়ে কিভাবে দেখবেন

আপনার ফোন থেকে রেজাল্ট দেখার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর সার্চবারে সার্চ করতে হবে web result bd লিখে। 


এস এস সি রেজাল্ট ২০২২



সার্চ করার পর প্রথম যে সাইট টি উপরের ছবিতে মার্ক করা আছে সেই সাইট টি আসবে। এই সাইট টি ওপেন করলে এস এস সি বা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। এই সাই টি ওপেন করার পর আপনাদের রোল, রেজিঃ নং এবং পরীক্ষার সাল দিয়ে এবং বোর্ড এর নাম দিয়ে রেজাল্ট দেখতে হবে।
SSC Result Online 2022
এই সাইট থেকে রেজাল্ট দেখার জন্য প্রথমে Examination অপশন এর Choose One লেখার উপর ক্লিক করতে হবে। 
Check SSC Result

ক্লিক করার পার নিচের ছবির মতো অপশন দেখতে পারবেন এবং SSC/Dakhil/Equivalent সিলেক্ট করবেন।
এস এস সি রেজাল্ট

এরপর Year অপশন থেকে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে। পরীক্ষার সাল সিলেক্ট করার জন্য Year অপশন এর Choose One লেখার উপর ক্লিক করতে হবে। 
এস এস সি

ক্লিক করার পর ২০২২ সিলেক্ট করতে হবে।

এস এস সি ২০২২

এরপর Board অপশন থেকে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার জন্য Board অপশন এর Choose One লেখার উপর ক্লিক করতে হবে। 

২০২২
ক্লিক করার পর আপনি যে বোর্ড এর আন্ডারে পরীক্ষা দিয়েছেন সে বোর্ড সিলেক্ট করতে হবে। আমি Rajshahi সিলেক্ট করতেছি। আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন। যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন তারা Madrasah বোর্ড সিলেক্ট করবেন।
এস এস সি বোর্ড

এরপর Result Type অপশন থেকে Choose One লেখার উপর ক্লিক করতে হবে । 
এস এস সি

ক্লিক করার পর  Individual Result সিলেক্ট করতে হবে।
২০২২ সালের এস এস সি পরীক্ষার রেজাল্ট মার্কশীটসহ

এরপর আপনার রোল এবং রেজিঃ নং দেওয়ার অপশন দেখাবে। 

২০২২ সালের এস এস সি পরীক্ষার রেজাল্ট


রোল এবং রেজিঃ নং দেওয়ার পর একটা সিকিউরিটি কোড দেওয়ার অপশন রয়েছে। ছবিতে কিছু লেখা থাকবে সেই লেখা নিচের ঘরে লিখতে হবে।

২০২২ সালের এস এস সি পরীক্ষা
এরপর Get Result বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন। Get Result বাটনে ক্লিক করার আগে একবার চেক করে নিবেন সব তথ্য ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার মার্কশীটসহ রেজাল্ট দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেস বুঝতে পেরেছেন।

আরও জানুনঃ
পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url