আমরা অনেকে প্রাকটিস এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। কিন্তু ডোমেইন এবং হোস্টিং কেনার মত আমাদের সামার্থ্য নাই। আর থাকলেও আমরা একটি ডোমেন এবং হোস্টিং ক্রয় করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো কিনা ? সে বিষয়টি আমাদের মাথায় সবসময় ঘূরপাক খেতে থাকে এবং অবশেষে ওয়েব সাইট তৈরি করার চিন্তা আমাদের মাথা থেকে চলে যায়। তাই আজকে আপনাদের জন্য আমার এই টিপসটি খুবই উপকারে আসবে। আপনারা যারা নতুন তারা আমার টিপসটি মনোযোগ সহকারে দেখলে ফ্রিতে একটি ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অবশ্যই এই ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে আপনি কোন প্রফেশনাল মানের কাজ করতে পারবেন, কোন ই-কমার্স ব্যবসা করতে পারবেন কিন্তু প্রফেশনাল লেভেলের ওয়েবসাই তৈরি করার প্রাকটিস করতে পারবেন খুবই সুন্দর ভাবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে আপনি আপনার ওয়েব সাইট তৈরির কাজটি শুরু করতে পারেন।
ফ্রি ডোমেইন, হোস্টিং নিয়ে যারা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে প্রাকটিস করতে চান তাদের জন্য আজকের টিপস:
ফ্রি ডোমেইন নিন আপনার পছন্দ মত (How to get free Domain) : আপনি যদি আপনার ওয়েবসাইটের একটি পছন্দ মত নাম দিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ডোমেইন এর প্রয়োজন হবে। প্রফেশনাল ওয়েবসাইটের জন্য অনেক দাম দিয়ে ডোমেইন কেনা লাগে। আমি আজ আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করে দিবো যেখান থেকে আপনি একটি ফ্রি ডোমেইন সংগ্রহ করতে পারবেন এবং সেটা দিয়ে আপনার ওয়েবসাইট প্রাকটিসের কাজও করতে পারবেন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনি কি ভাবে একটি ফ্রি ডোমেইন নিতে পারবেন।
প্রথমে আপনি আপনার ব্রাউজারে প্রবেশ করে গুগল সার্চ বক্সে Freenom.com লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার পছন্দমত অসংখ্যা ডোমেই সংগ্রহ করতে পারবেন। আপনি এই সাইট থেকে টপ লেভেলের যেমন .tk, .gq, .ml এই ধরনের ডোমেইনগুলো আপনি সংগ্রহ করতে পারবেন।
Freenom.com লিখে সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে ফ্রি ডোমেইন সংগ্রহের জন্য সার্চ বক্সে আপনার পছন্দকৃত নামটি লিখে সার্চ দিবেন।
সার্চবক্সে আপনার পছন্দকৃত নামটি লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন ওয়েবসাইট থেকে কিছু ফ্রি ডোমেইন নেওয়া জন্য সাজেস্ট করবে অত:পর আপনি চাইলে পেইজটির ডান পাশে থাকা Get Now বাটনে ক্লিক করবেন।
Get Now বাটনে ক্লি করার পরে এই রকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ডান পাশের মাস সিলেক্ট করবেন। সাধারণত এই সাইট থেকে আপনি ১২ মাসের জন্য একটি ফ্রি ডোমেই ব্যবহার করতে পারবেন। ডান পাশ থেকে মাস সিলেক্ট করার পরে মাঝখানে দুটি বাটন দেখতে পারবেন এখান থেকে Use Dns বাটনে ক্লিক করবেন এবং Continue বাটনে ক্লিক করবেন। এই ভাবে আপনি আপনার ওয়েব সাইটের জন্য একটি ফ্রি ডোমেইন নিতে পারবেন। যদি আপনার কোন পেইড হোস্টিং নেওয়া থাকে তাহলে সেই পেইড হোস্টিং এ আপনি এই ডোমেইনটি এ্যাড করতে পারবেন অথবা একটি ফ্রি হোস্টিং ও আপনি সংগ্রহ করতে পারবেন।
একটি ডোমেইন সংগ্রহ করার পরে বাকী থাকে একটি হোস্টিং বা স্পেস। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি সম্পূর্ন ফ্রিতে একটি হোস্টিং নিতে পারবেন।
কি ভাবে ফ্রি হোস্টিং পাবেন (How to get free hosting) : একটি ফ্রি ডোমেইন নেওয়ার পরে আপনার প্রয়োজন হবে একটি হোস্টিং এর। তাই কি ভাবে একটি ফ্রি হোস্টিং সংগ্রহ করবেন চলুন সে বিষয়ে একটু ধারনা নেই।
ইনফিনিটি ওয়েবসাইট থেকে কিভাবে একটি ফ্রি হোস্টিং সংগ্রহ করবেন : ফ্রি হোস্টিং এর জন্য আপনি প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে সার্চ বক্সে infinityfree.net লিখে সার্চ করলে আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখান থেকে আপনি নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করে একটি ফ্রি হোস্টিং সংগ্রহ করতে পারবেন।
এখান থেকে সাইন Sign Up Now এ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটি রেজিষ্ট্রেশন ফরম ওপেন হবে।
এখানে আপনার ই-মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পার্সওয়ার্ড দিয়ে I am not a robort এ ক্লিক করে ক্যাপসা গুলো সঠিকভাবে পূরণ করবেন।
সব তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে আপনার ই-মেইলে একটি ফেরিফিকেশন ম্যাসেজ যাবে। সেখান থেকে আপনার Verify Now বাটনে ক্লিক করবেন।
আপনার ই-মেইল ভেরিফাই হয়ে গেলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এইখান থেকে New Account এ ক্লিক করবেন

এরপরে এই রকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান আপনাকে ৩টি স্টেপ কমপ্লিট করার কথা বলবে। প্রথমে Use a free Domain মানে আপনার যদি কোন ডোমেইন না থাকে তাহলে এখান থেকে আপনি একটি ডোমেইন পছন্দ করে নিতে পারবেন, দ্বিতীয়টি Use a custom Domain মানে আপনার যদি কোন ডোমেইন থেকে থাকে তাহলে আপনি সেই ডোমেইনটি এখানে সংযুক্ত করতে পারবেন, তৃতীয় পর্যায়ে Others বা অন্যান্য নামে একটি অপশন থাকবে এটিতে আপনাদের হাত না দিলেও চলবে। সবকিছু সঠিক ভাবে দেওয়ার পরে নিচে ডান পাশে Search Domain বাটনে ক্লিক করবেন
এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে ইউজার আই,ডি টি পূরণ করা থাকবে আপনি Account Password থেকে একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। তারপর নিচে থাকা Continue বাটনে ক্লিক করবেন
এরপর এই রকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে OPEN CONTROL PANEL এ ক্লি করবেন
দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হবে এখান থেকে I APPROV বাটনে ক্লিক করেবন, বাস হয়ে গেল আপনার একটি ফ্রি ডোমেইন এবং হোস্টিং,
সবকিছু সঠিক ভাবে হওয়ার এই ধরনের একটি ড্যাশবোর্ড পাবেন, যেখানে অনেক গুলো টুলস আপনি পাবেন। আর এই সকল টুলস গুলো ব্যবহার করে আপনি ওয়ার্ডপ্রেসের মাধম্যে একটি ওয়েব সাইট তৈরি করতে পারবেন।
এই ডোমেইন এবং হোস্টিংটি সম্পূর্ন ফ্রি। আপনি যদি নতুন ওয়েব ডেভলপার হয়ে থাকেন এবং আপনি যদি একটি ওয়েব সাইট তৈরির করার প্রাকটিস করতে চান তাহলে আশা করি এই টিউটোরিয়ালটি আপনার অনেক বেশি উপকারে আসবে এবং খুব ভালোভাবে এটাতে প্রাকটিস করতে পারবেন এবং পর্রবর্তীতে যদি আপনি কোন প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরি করতে চান তাহলে আপনি খুবই সহজে এই সাইট থেকে অথবা অন্য যে কোন প্লাটফর্ম থেকে একটি ডোমেইন হোস্টিং নিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরির কাজ করতে পারবেন।
আরো গুরুত্বপূর্ণ পোস্ট দেখুনঃ
কি ভাবে একটি ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়ে আপনি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারেবন ? সে বিষয়ে জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।
খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে আশা করি এমন সুন্দর সুন্দর আরো পোস্ট করে নিজের প্রতিভাকে সকলের কাছে তুলে ধরবেন আমিও অনলাইনে https://www.grohonet.com ওয়েবসাইটে লেখালেখি করি।
This comment has been removed by the author.