গিগ প্রথম পেজ থেকে উধাও বাতি দিয়েও খুজে পাচ্ছিনা
ফাইবার হল টপ ফ্রিল্যান্সিং সাইট গুলোর মধ্যে অন্যতম একটি মার্কেটপ্লেস যেখানে বায়ার এবং সেলার তাদের পরিষেবা গুলি সহজেই কেনাবেচা করতে পারে । 2020 সালের গণনা অনুযায়ী প্রায় 3.42 মিলিয়ন বায়ার ফাইবারে সক্রিয় ।আপ ওয়ার্ক এর তুলনায় ফাইবার ইউজ করা ব্যবহারকারীদের জন্য সহজ হওয়ায় ফাইবার সেরা ফ্রিল্যান্সিং সাইট গুলোর মধ্যে টপে রয়েছে।
ফাইবার একটি প্লাটফর্ম যেখানে ফাইবার নিজেও ইনকাম করে সে চাই তার প্রথম পেজে ওই গিগগুলো থাকুক যেগুলো বেস্ট সার্ভিস প্রোভাইড করে থাকে। ফাইবার সর্বদা সেলার এর তুলনায় বায়ারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু আপনার গিগ একসময় রেঙ্ক এ ছিল অর্থাৎ প্রথম পেজে ছিল। কিন্তু কোন কারণবশত বর্তমানে আপনার গিগ রেঙ্ক হারিয়ে ফেলেছে এবং আপনি ভাবছেন কিভাবে পুনরায় রাঙ্ক ফিরে পাওয়া যায়। আজকে আমি অতি প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করতে চলেছি যে গুলো ফলো করার ফলে আপনার গিগ এর রেঙ্ক পুনরায় ফিরে আসবে।
গিগ কে পুনরায় রেঙ্ক এ ফিরিয়ে আনার টিপস সমূহ:
- আপনার গিগ টির রেঙ্ক ফিরিয়ে আনার জন্য প্রথমে আপনাকে প্রথম পেজে থাকা সেলার দের গিগ গুলো রিসার্চ করতে হবে কেন তারা প্রথম পেজে রয়েছে এবং খুঁজে বের করুন আপনার গিগ কেন রেঙ্ক হারিয়েছে।
- একই রকম দুটি গিগ ক্রিয়েট করেন । ফলে একটি গিগ রেঙ্ক হারিয়ে ফেললে অন্যটি থাকবে। বেশিরভাগ টপ রেটেড সেলার রা এই ট্রিক্স টি ইউজ করেন অর্থাৎএকই রকম দুটি গিগ রাখেন।
- রেঙ্ক হারিয়ে ফেলা গিগ কে এ ফিরিয়ে আনার জন্য অথবা বুষ্ট করার জন্য পুরনো বায়ার এর কাছ থেকে ফাইভ স্টার রিভিউ নিয়ে আসুন যার ফলে পুনরায় গিগ টি রেঙ্ক এ ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
- সর্বদা গিগ এর টাইটেল, দেস্ক্রিপশন, টার্গেটের কিওয়ার্ড ইত্যাদি আপগ্রেড রাখুন। যার ফলে গিগ এর রেংক বজায় থাকবে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন