সহজেই ফেসবুকের বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করুন
ফেসবুক হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক প্ল্যাটফর্ম । যেখানে মানুষ চিত্ত বিনোদনের উদ্দেশ্যে ভিজিট করে থাকে । প্রথমে ফেসবুক এন্টারটেইনমেন্ট বা শুধুমাত্র বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হলেও বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এক বিশাল ক্ষেত্র হিসেবে বিবেচিত । এক সার্ভে অনুযায়ী প্রায় 62% রেসপনডেন্ট স্থানীয় ব্যবসায়ের জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন । অন্যদিকে 12% পিন্টারেস্ট এবং 11 শতাংশ টুইটার ব্যবহার করেন । যখন আপনি কোন একটি পেজে অথবা প্রোডাক্ট এ ক্লিক করে থাকেন তখন ফেসবুক আপনার পছন্দ - অপছন্দ রিলেটেড তথ্য সংগ্রহ করে এবং সে তথ্যের উপর ভিত্তি করে সেই রিলেটেড অ্যাড আপনার সামনে শো করাতে থাকে । এভাবে ফেসবুক রেভিনিউ উপার্জন করে ।
ফেসবুকের অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল :
নিচে ফেসবুকের সেটিং অপশন থেকে কিভাবে আপনি অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাডগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন । সে সম্পর্কে স্টেপ অনুযায়ী স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হয়েছে ।প্রত্যেকটি স্টেপ স্ক্রিনশট এর মাধ্যমে ভালো ভাবে দেখানো হয়েছে তাই অপনার বুঝতে অসুবিধা হবে না ।আপনি এগুলো ফলো করলে 100% বিরক্তিকর অ্যাড গুলো থেকে মুক্ত হতে পারবেন ।এর জন্য আপনাকে যা যা করতে হবে :
- প্রথমে আপনি ফেসবুকে ভিজিট করবেন তারপরে দেখবেন মেনুবারের ডান সাইডে 3 লাইন অথবা কারো কারো 3 ডট থাকতে পারে ওটাতে ক্লিক করুন ।
- ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে এসে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে ওই অপশনটিতে ক্লিক করবেন ।
- ক্লিক করার পরে একটু নিচের দিকে প্রাইভেসি শর্টকাট নামে একটি অপশন দেখতে পাবেন ওই অপশনটিতে ক্লিক করুন ।
- ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর অ্যাড প্রিফারেন্স নামে একটি অপশন লক্ষ করবেন । এর আন্ডারে তিনটি সাব অপশন রয়েছে । তারমধ্যে দুই নাম্বার রিভিউ ইওর অ্যাড প্রিফারেন্সেস অপশনটিতে ক্লিক করতে হবে ।
- ক্লিক করার পরে কতকগুলি পেজের নাম দেখবেন যেগুলোতে আপনি রিসেন্টলি ভিজিট করেছেন । তাই এ পেজ গুলো আপনাকে দেখাচ্ছে ওই সমস্ত পেজগুলোকে হাইড করে দিন ।
- এবার BACK এ চলে আসুন এবং অ্যাড প্রিফারেন্স অপশন এর নিচে অ্যাড সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন ওটাতে ক্লিক করুন ।
- ক্লিক করার পর চারটি মেনু দেখাবে তারমধ্যে 4 নম্বর মেনুতে অর্থাৎ অ্যাড শোন অফ ফেসবুক অপশনে ক্লিক করে নিচের দিকে অ্যালাউড নামে একটি অপশন অন অবস্থায় আছে ওটাকে অফ করে দিন । এই অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ । শুধুমাত্র এটাকে অফ করার ফলে আপনার কাছে 60% অ্যাড শো হবার সম্ভাবনা কমে যাবে ।
- এবার BACK করে চলে আসুন তারপর দুই নাম্বার মেনু অর্থাৎ Categories used to reach you মেনুটিতে ক্লিক করুন ।
- ক্লিক করার পর চারটি মেনু অন অবস্থায় রয়েছে ওই চারটি মেনু কে অফ করে দিন ।
- এরপর নিচে কিছুটা স্ক্রল করার পর দেখবেন Interest categories নামে একটি অপশন আছে ওটাতে ক্লিক করুন ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন