সহজেই ফেসবুকের বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করুন

ফেসবুক হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক প্ল্যাটফর্ম   যেখানে মানুষ চিত্ত বিনোদনের উদ্দেশ্যে ভিজিট  করে  থাকে  । প্রথমে ফেসবুক এন্টারটেইনমেন্ট বা শুধুমাত্র বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হলেও বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এক বিশাল ক্ষেত্র হিসেবে বিবেচিত  এক সার্ভে অনুযায়ী প্রায় 62% রেসপনডেন্ট স্থানীয়   ব্যবসায়ের জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন  অন্যদিকে 12% পিন্টারেস্ট এবং 11 শতাংশ টুইটার  ব্যবহার করেন  যখন আপনি কোন একটি পেজে অথবা প্রোডাক্ট এ ক্লিক করে থাকেন তখন ফেসবুক আপনার পছন্দ - অপছন্দ রিলেটেড তথ্য সংগ্রহ করে এবং সে তথ্যের উপর ভিত্তি করে  সেই রিলেটেড অ্যাড আপনার সামনে শো করাতে থাকে  এভাবে ফেসবুক রেভিনিউ উপার্জন করে   

সহজেই ফেসবুকের বিরক্তিকর অ্যাড গুলো  বন্ধ করুন

কিন্তু আমরা যখন ফেসবুকে কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা পোস্ট এ ক্লিক করি অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকি তখন হঠাৎ আমাদের ডিসপ্লেতে বারবার অপ্রাসঙ্গিক  অ্যাড শো  হতে থাকে  যার ফলে আমরা ডিস্ট্রাক্ট  হয়ে পড়ি  যা সত্যিই ভীষণ বিরক্তিকর  এছাড়াও থার্ড পার্টি বিজ্ঞাপনদাতারা অটো জেনারেট অ্যাড ব্যবহার করে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য  ।   লক্ষ্য করে দেখবেন যখন আপনি গুগোল এ কোন প্রোডাক্ট সম্পর্কে  সার্চ করেন এবং ওই প্রডাক্ট রিলেটেড অ্যাড ফেসবুকের পেজে দেখতে পান   এই বিরক্তিকর অ্যাড গুলো  থেকে পরিত্রান পাওয়ার জন্য অধিকাংশ মানুষই সমাধান খুঁজে বেড়ান  তো আজকে আমি বলব কিভাবে আপনি কোনরূপ এড ব্লকার  সফটওয়্যার অথবা অ্যাপ ছাড়াই  শুধুমাত্র ফেসবুকের সেটিংস থেকে এই অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড এর হাত থেকে পরিত্রান পেতে পারেন  ।                                                                                                                    
 আরো গুরুত্বপূর্ণ পোস্ট দেখুনঃ

ফেসবুকের অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল  :

নিচে ফেসবুকের সেটিং অপশন থেকে কিভাবে আপনি অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাডগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন   সে সম্পর্কে স্টেপ  অনুযায়ী স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হয়েছে প্রত্যেকটি স্টেপ স্ক্রিনশট এর মাধ্যমে ভালো ভাবে দেখানো হয়েছে তাই অপনার বুঝতে অসুবিধা হবে না আপনি এগুলো ফলো করলে 100% বিরক্তিকর অ্যাড গুলো থেকে মুক্ত হতে পারবেন  এর জন্য আপনাকে যা যা করতে হবে :

  •    প্রথমে আপনি ফেসবুকে  ভিজিট করবেন তারপরে  দেখবেন মেনুবারের ডান সাইডে 3 লাইন অথবা কারো কারো 3 ডট থাকতে পারে ওটাতে ক্লিক করুন 
         
ফেসবুকের অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল

  • ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে  এসে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে ওই অপশনটিতে ক্লিক করবেন  

ফেসবুকের অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ


  •   ক্লিক করার পরে   একটু নিচের দিকে  প্রাইভেসি শর্টকাট   নামে একটি অপশন দেখতে পাবেন  ওই অপশনটিতে ক্লিক করুন  
 
ফেসবুকের অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড গুলো


  • ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর অ্যাড প্রিফারেন্স নামে   একটি অপশন লক্ষ করবেন  এর আন্ডারে তিনটি সাব অপশন রয়েছে  তারমধ্যে দুই নাম্বার রিভিউ ইওর  অ্যাড প্রিফারেন্সেস অপশনটিতে ক্লিক করতে হবে  
 
ফেসবুকের অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড



ফেসবুকের বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল



  • ক্লিক করার পরে কতকগুলি পেজের নাম দেখবেন যেগুলোতে আপনি রিসেন্টলি ভিজিট করেছেন  । তাই এ পেজ গুলো আপনাকে দেখাচ্ছে ওই  সমস্ত পেজগুলোকে হাইড করে দিন  
ফেসবুকের বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ

ফেসবুকের বিরক্তিকর অ্যাড


     এছাড়াও নিচের দিকে Advertisers whose ads you have checked অপশন এ ক্লিক করে বাকি         পেজগুলো হাইড করে দিতে পারেন  

ফেসবুকের অপ্রয়োজনীয় অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল


ফেসবুকের বিরক্তিকর অ্যাড গুলো

               
  • এবার BACK এ চলে আসুন এবং অ্যাড প্রিফারেন্স  অপশন এর নিচে অ্যাড সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন ওটাতে ক্লিক করুন   
বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল

  •  ক্লিক করার পর চারটি মেনু দেখাবে তারমধ্যে 4 নম্বর মেনুতে অর্থাৎ অ্যাড শোন অফ ফেসবুক অপশনে ক্লিক করে নিচের দিকে  অ্যালাউড  নামে একটি অপশন  অন অবস্থায় আছে   ওটাকে অফ করে দিন   এই অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ   শুধুমাত্র এটাকে অফ করার ফলে আপনার কাছে 60% অ্যাড শো হবার সম্ভাবনা কমে যাবে 
বিরক্তিকর অ্যাড

বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ

অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর অ্যাড




বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল

  • এবার BACK করে চলে আসুন তারপর দুই নাম্বার মেনু অর্থাৎ Categories  used  to reach you মেনুটিতে ক্লিক করুন  
বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ

  • ক্লিক করার পর চারটি মেনু  অন  অবস্থায় রয়েছে ওই চারটি মেনু কে অফ করে দিন 
ফেসবুকের অ্যাড গুলো বন্ধ করার স্টেপ গুলি হল

ফেসবুকের অ্যাড গুলো বন্ধ করার স্টেপ

  • এরপর নিচে কিছুটা স্ক্রল করার পর দেখবেন Interest categories নামে একটি অপশন আছে ওটাতে ক্লিক করুন  
ফেসবুকের অ্যাড গুলো

  • ক্লিক করার পর অনেকগুলো ক্যাটাগরি দেখাবে ওই ক্যাটাগরিগুলো কে রিমুভ করে দেন । সময় নিয়ে পারলে সবগুলো রিমুভ করে দেন এতে অ্যাড আসার পরিমাণ অনেক কমে যাবে ।
ফেসবুকের অ্যাড

এই স্টেপগুলো ফলো করার পর আপনার কাছে অ্যাড আসার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে । এবং কোনরকম বিরক্তিকর বা অপ্রাসঙ্গিক অ্যাড ছাড়াই আপনি কোন ভিডিও অথবা পোস্ট মনোযোগ সহকারে দেখতে অথবা পড়তে পারবেন । আশা করি এই স্টেপগুলো ফলো করে আপনি উপকৃত হবেন  ।   
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url