স্মার্টফোনের ব্যাটারী দীর্ঘস্থায়ী করার সঠিক উপায়
আপনার স্মার্টফোনের ব্যাটারীর যত্ন কিভাবে নিবেন ?
স্মার্টফোন চার্জিং এর সঠিক নিয়ম সমূহ :
নিয়ম মেনে চার্জ দেওয়া : আপনার ফোনটিকে সব সময় নিয়ম বুঝে চার্জ দিবেন। আপনার ফোনটিকে ১০০% চার্জ না করে ৮০% থেকে ৯৫% পর্যন্ত চার্জ করুন। আমরা সকলে এই এই ভুলটা করে থাকি, রাতে ঘুমানোর আগে ফোনটিকে চার্জ দিয়ে ঘুমিয়ে যায় এবং সকালে ঘুম থেকে উঠে ফোনটি চার্জ থেকে ছাড়ায়, এতে করে আপনার ফোনটি প্রয়োজনের চেয়ে অধিক লোড নিয়ে ফেলে। যেটা আপনার ফোনের ব্যাটারীর জন্য অনেক কতিকারক প্রভাব ফেলে। তাই সব সময় চেষ্টা করবেন ফোনটিকে ৯৫% পর্যন্ত চার্জ করতে । আপনার ফোনের চার্জ যখন ৫০% এর নিচে চলে আসবে তখন আপনার ফোনটিকে চার্জে দিবেন। তবে লক্ষ্য রখাবেন কখনও যেন আপনার ফোনের চার্জ ২০% এর কম না থাকে। ২০% এর নিচে চার্জ থাকলে ফোনটি ব্যবহার করবেন না কারণ এটাতে আপনার ফোনের ব্যাটারী উপর অনেক পেশার আসে। ফলে আপনার ফোনটিকে সবসময় ২০% এর উপরে চার্জ রাখুন এবং ৫০% এর নিচে আসলে চার্জে দিবেন। তাতে যদি আপনার ফোনটি ঘন ঘন চার্জ দেওয়া লাগে দিবেন কোন সমস্যা নাই।
চার্জে দিয়ে ফোন ব্যবহার পরিহার করুন : আমরা অনেকেই ফোনটি চার্জে বসিয়ে ব্যবহার করি, গেম খেলি। এটি কখনই করবেন না। কারণ আপনার ফোনটি যখন চার্জ হয় তখন ফোনটির ভিতেরে থাকা পার্টস গুলো গরম হতে থাকে, তখন যদি আপনি ফোনটি ব্যবহার করেন তবে আপনার ফোনের উপর অনেক পেশার পড়ে, যাতে করে আপনার ফোনের ব্যাটারীটি নষ্ট হওয়া, ফুলে যাওয়ার সম্ভবনা থাকে। অনেক সময় ফোনটি বাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই আপনার ফোনটি যখন চার্জে বসাবেন তখন সেটি ব্যবহার করা পরিহর করুন। জরুরী প্রয়োজনে চার্জ থেকে ছাড়িয়ে ব্যবহার করুন। এতে করে আপনার ফোনের ব্যাটারীটি ভালো থাকবে।
চার্জে দেওয়ার সময় ফোনটির ক্যাসিং ছাড়িয়ে রাখুন : আমরা আমাদের স্মার্টফোনটির সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ক্যাসিং, ব্যাক কভার ব্যবহার করে থাকি। যেটি ফোন চার্জ করার সময় ছড়িয়া রাখা উচিত। কারণ আপনি যখন আপনার ফোনটিকে চার্জে দিবেন তখন আপনার ফোনটি গরম হতে পারে আর যদি ফোনটির কভার লাগানো অবস্থায় চার্জ করা হয় তবে ফোনটি অতিরিক্ত গরম হয়ে উঠে, যেটি আপনার ফোনের ব্যাটারীর উপর অনেক ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই আপনার ফোনটি চার্জে বসানোর আগে ক্যাসিং বা কভার ছাড়িয়ে রাখুন। তাতে আপনার ফোনটি স্বাভাবিক ভাবে চার্জ হবে।
অপ্রয়োজনীয় অ্যাপস বয়কট করুন : আপনার ফোনের ডিসপ্লে ব্র্যাকগ্রাউন্ডে অনেক অপ্রয়োজনীয় এ্যাপস জমা থাকে, সে গুলো নিয়মিত ক্লিন করুন। কারণ আপনি আপনার ফোনটি ব্যবহার না করলে এই সব ডিসপ্লে ব্রাকগ্রাউন্ড এ্যাপগুলো আপনার ফোনের ব্যাটারী উপর অনেক ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই সব সময় চেষ্টা করবেন ফোন থেকে অপ্রয়োজনীয় এ্যাপ এবং ডিসপ্লে ব্রাকগ্রাউন্ড ক্লিন রাখার। যেটি আপনার ফোনের ব্যাটারীকে অনেক সুরক্ষিত রাখবে।
ফোন কেনার সময় যে বিষয়টি লক্ষ্য রাখবেন : আমরা যখন ফোন কিনতে যাই তখন দোকানদার নতুন ফোনটিকে ৮ ঘন্টা চার্জ দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সেটা না করলেও চলবে। কারণ ফোনটি কেনার সময় লক্ষ্য রাখবেন ফোনটিতে ৪০% এর উপরে চার্জ আছে কিনা। যদি থাকে তাহলে চার্জ দেওয়ার প্রয়োজন নাই। কারণ ফোনটি যখন তৈরি হয় তখন এটির ব্যাটারীটিতে একটি উন্নত মানের পাওয়ার শক্তি দিয়ে তৈরি হয়ে থাকে। তাই ফোনটি কেনার পর যদি আপনার ফোনে ৪০% এর উপর চার্জ থাকে তাহলে আপনি নি:সন্দেহে ব্যবহার করতে পারেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্মার্ট ফোন ব্যবহার করলে দিন দিন তার ব্যাটারী শক্তি কমতে থাকবে এটা স্বাবাবিক। কিন্তু আপনার ফোনের চার্জ ২০% নিচে যাতে না আসে সে দিক লক্ষ্য রেখে এবং ৮০% থেকে ৫০% চার্জ করে ফোনটি ব্যবহার করলে ফোনের ব্যাটারী দীর্ঘদিন ভাল থাকে।
আরো জানুনঃ ১৫ সেরা ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস
সর্বোপরি উপরের নিয়মগুলো মেনে আপনার ফোনটি ব্যবহার করলে এবং নিয়ম মেনে চার্জ দিলে আপনার ফোনটির ব্যবাটারী দীর্ঘদিন ভাল থাকবে বলে আশা করা যায়।
Lucky Club Casino site 2021 - Lucky Club Live
ReplyDeleteCheck out our Lucky Club Casino review before you play! It's great for both beginners and luckyclub.live experienced players to sign up to the Lucky Club Casino site and try
আপনার সাইটের ডিজাই এবং কন্টেন্ট কলিটি খুবই কার্যকারি। আমি অনেক উপকৃত হয়েছি আপনার সাইট ও কন্টেন্ট থেকে আশা করি অন্যরা উপকৃত হবে ।
ReplyDeleteচাইলে আমার সাইটটি
ভিজিট করতে পারেন Tips and Tricks