সকল সিম এবং মোবাইলের গোপন কোড ও অফার জেনে নিন
আমরা সবাই কম বেশি সবাই মোবাইল ফোন ব্যবহার করি, এর মধ্যে কেউ আবার জাভা,এন্ড্রয়েড কিংবা আইফোন ব্যবহার করেন। কিন্তু মোবাইলের অনেক জরুরি কোড আছে সেগুলো আমরা জানি না। আবার কি ভাবে FNF করতে হয় সেটাও অনেকেই জানি না, না জানলেও চলবে চিন্তার কোনো কারণ নাই। আপনাদের মাঝে এমন একটি এন্ড্রয়েড এপস নিয়ে কথা বলবো, এতে পাবেন Android, iPhone, Java, এর সকল গোপণীয় কোড এবং বাংলাদেশের মোবাইল অপারেটরদের ই-কেয়ার এর হেল্পলাইন সম্মুহ।
এপসটির সাইজ 2MB। এতে সব কাষ্টমাইজ করা আছে , যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। অনেক সময় মোবাইল অপারেটরদের কাছে ফোন করেন মোবাইলে টাকা রিচার্জ করার সাথে সাথেই টাকা কেটে যাচ্ছে, দরকার কি কল করার অপারেটরদের কাছে!!শুধু সিম অপারেটর নয়, ব্রডব্যান্ড গুলোর হেল্প লাইনের নাম্বার দেওয়া আছে এই এপসে।আরো দেওয়া আছে সব সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ গুলি এবং তার কোড। আপনি এতে Samsung, iPhone, java সহ আরও অন্যান্য সব ধরণের গোপন কোড পাবেন। যেমনঃ Samsung ফোন কে রিস্টোর মারতে চাইলে শুধু ডায়ালে গিয়ে *2767*3855# এই কোডটা ডায়াল করলেই হবে। মোবাইল অপারেটর (GP, Robi) এদের গোপণীয় কোড এবং ই-কেয়ারের গুরুত্বপূর্ণ লিঙ্ক।যেমনঃ Gp এর Net Setting Request করতে হলে ডায়ালে গিয়ে *111*6*2# এই কোডটা ডায়াল করলেই হবে। এছাড়াও রয়েছে কিছু মোবাইল টিপস। অনেকে আছেন যারা Samsung ফোন কিনতে চান কিন্তু নকল না আসল চিনেন না। নকল চিনার উপায় গুলি এই টিপসে দেওয়া আছে, আরো দেওয়া আছে ব্যাটারি লাইফ বাড়ানোর কথা।
আরও জানুনঃ বিকাশে ২০ টাকা ক্যাশব্যাক! বিকাশ অফার | Bkash Offer 2021
অ্যাপসটির কিছু ফিচারঃ
1. মোবাইলের গোপণীয় কোড- স্যামসাং, আইফোন, নোকিয়া।
2. সকল সিম অপারেটর দের কোড – সিম অপারেটর ম্যানুয়েল কোড, সার্ভিস চালু কোড, সার্ভিস অফ করার কোড।
3. সকল অপারেটর সিমের E Care অর্থাৎ অনলাইনে সেবা পাওয়ার লিঙ্ক।
4. সকল সিমের টাকা রিচার্জ করার সাথে সাথেই কেটে নেওয়া বন্ধ করার উপায়।
5. মোবাইলে ইন্টারনেট সেটিং সিস্টেম – অটো মেটিক।
কনফিগারেশন আনা, ম্যানুয়ালী নেট কানেকশান সেট করা
1. প্রত্যকেটি সিম অপারেটরের নেট প্যাকেজ।
2. মোবাইল সম্পর্কিত কিছু টিপস।
3. ব্রডব্যান্ড কানেকশান সেবা সার্ভিস এর যোগাযোগ নাম্বার।
Apps টি এককথায় অসাধারণ। আপনার কোনো না কোনো কাজে আসবেই। আর
সাইজ ও বেশি না মাত্র 2MB। তাই দেরী না করে এখনি ডাউনলোড করুন
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন