ইসরায়েলি পণ্যের তালিকা ও ভ্রান্ত ধারনা।

মুসলিম দেশ সিরিয়ার সাথে ইসরায়েলি ইহুদীর নির্মম অত্যাচার ও বর্বর হামলার পর থেকেই আমাদের দেশে প্রতিবাদ স্বরূপ র্ধমপ্রান মুসলিম ভাই-বোনেরা ইসরায়েল পন্য বয়কটের আহ্বান করে। আর সোস্যাল মিডিয়ায় অনেকেই ইসরায়েলী পন্যের তালিকা শেয়ার করছেন। আবার কেউ কেউ হতাশা প্রকাশ করছেন এই বলে যে, তাদের প্রিয় সব পণ্যগুলো আছে এই লিস্টের মধ্যে। কেউ প্রতিবাদ করছেন এসব উল্টাপাল্টা কথাবার্তা সোস্যাল মিডিয়ায় শেয়ার না করার জন্য।

আর এর জন্যই আমরা অনেকেই দিধায় পড়ে গেছি আসলে কোনগুলো ইসরায়েলি পণ্য আর কোন সাধারন পন্য। তাই আমি আজকে আপনার এই চিন্তার কারন কিছুটা দূর করব। আদৌ কি এতো নামী-দামি ব্র্যান্ডগুলার সবগুলাই কি ইসরায়েলের হওয়া সম্ভব?
প্রথমেই বলে নেওয়া দরকার যে, বাংলাদেশ হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যাদের সাথে ইসরায়েলের কোনো (প্রত্যক্ষ্য ও পরোক্ষ) কূটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক নাই!! যার মানে হচ্ছে ইসরাইলের উৎপাদিত পণ্য আমাদের দেশে আসার কোনো প্রশ্নই আসে না।তাই বাংলাদেশের মার্কেটে কোনো ইসরায়েলী পণ্য নেই!
তাই এসব পন্য বর্জনের মতো কাজ আদতে এই যুগে হওয়া সম্ভব নয়। আর যেহেতু বাংলাদেশের মার্কেটে ইসরায়েলী পণ্যই নেই তাই পণ্য বর্জনের ডাক দেওয়াটাই অদ্ভদ শোনায়।
এবার দেখা যাক অনলাইনে ইসরায়েলী পণ্যের তালিকা শেয়ার করার বিষয়টিতেঃ

সবাইকেই দেখছি ইসরায়েলী পণ্যের তালিকা শেয়ার করতে। কিন্তু ইন্টারনেট ঘেঁটে আমরা যা জানতে পারলাম তা হলো, এসব তালিকার ৯৯ শতাংশ পন্যই ইসরায়েলের নয়। তাহলে এই পন্যগুলো আসলে কোন দেশের তা জেনে নেয়ে যাক-
১। Coca-Cola
(Sprite, Coca-Cola, Diet Coke ,Fanta etc)
কোম্পানিটি যুক্তরাষ্ট্রের। জন্ম ইসরায়েল এর জন্মের আগে, ১৮৮৬ সালে। যেখানে ইসরায়েল এর জন্ম ১৯৪৮ সালে। ইসরায়েলে ব্যবসা শুরু করে ১৯৬১ সালে। প্রথমদিকে ইসরায়েল এই ব্যবসা করতে রাজি ছিল না কোকা কোলা কম্পানি।
২। Nestle, Kit Kat & Maggi
নেসলের জন্ম ১৮৬৬সালে। ম্যাগি,কিটক্যাট নেসলেরই একটি অংশ। কোম্পানিটি সুইজারল্যান্ডের!
৩। Pepsico
(Pepsi, Mirinda, 7up, Aquafina, Mountain Dew)
যুক্তরাষ্ট্রের কোম্পানি। জন্ম ১৮৯৩সালে। ইসরায়েলে ব্যবসা শুরু করে ১৯৯১ সালে।
ক) পেপসি - অনেকেই জানে যে পেপসি মানে "Pay every penny to save israil" কিন্তু যেখানে ইসরাইল রাষ্ট্রের উদ্ভুদয় ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সেখান ১৮৯০ এর দশকে প্রতিষ্ঠিত পেপসির নামের সাথে ইসরাইলের নাম আসার কোনো প্রশ্নই উঠে না।
খ) 7 up - সেভেন আপ গোল ব্রাজিল খাইলেও ড্রিংকস সেভেন আপ আমেরিকায় অরিজিন। ১৯৩৬ সালে এর নাম Bib level Lithiated Lemon Lime Soda থেকে সেভেন আপ রাখা হা।
৪। Apex
এটি মূলত বাংলাদেশী কোম্পানী যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু অনেকেই এটিকে ইসরায়েলী কোম্পানী বানিয়ে দিয়েছে।
৫। Origins
যুক্তরাষ্ট্রের কোম্পানি। জন্ম ১৯৯০সালে।
৬। Vittel
ফ্রান্সের। ১৯৯২থেকে যাত্রা শুরু করে।
৭। Calvin Klein
এটিও মূলত যুক্তরাষ্ট্রের ১৯৬৮ সালে যাত্রা শুরু করে।
৮। Nokia
বিখ্যাত ব্র্যান্ড নোকিয়া মূলত এটি ফিনল্যান্ডের ১৮৬৫ সালে যাত্রা শুরু করে।
৯। McDonalds
১৯৪০ সালে যাত্রা শুরু করে এটিও যুক্তরাষ্ট্রের কোম্পানি।
১০। Intel
যুক্তরাষ্ট্রের কোম্পানি জন্ম ১৯৬৮ সালে।
১১। IBM
১৯১১সালে যাত্রা শুরু করে এটিও যুক্তরাষ্ট্রের।
১২। Starbuck Coffee
১৯৭১ সালে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের কোম্পানি।
১৩। Hugo Boss
১৯২৩ সালে জন্ম এবং জার্মানির কোম্পানি।
১৪। Danone
ফ্রান্সের এবং ১৯১৯ সালে যাত্রা শুরু করে।
১৫। The Times
ইংল্যান্ডের ১৭৮৮ সালে যাত্রা শুরু করে।
১৬। Times
যুক্তরাষ্ট্রের ১৯২৩ সালে যাত্রা আরম্ভ করে।
১৭। Auchan
১৯৬১ সালে যাত্রা আরম্ভ করে এবং কোম্পানিটি ফ্রান্সের।
১৮। Gap
১৯৬৯ সালে যাত্রা আরম্ভ করে যুক্তরাষ্ট্র থেকে।
১৯। L'Oréal
১৯০৯ সালে যাত্রা শুরু করে ফ্রান্স থেকে।
২০। CNN
১৯৮০সালে যাত্রা শুরু করে জর্জিয়া,যুক্তরাষ্ট্র থেকে।
২১। 20th century fox
যাত্রা শুরু করে ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র থেকে। 20th century fox এর একটি অংশ হচ্ছে National Geographic Channel.
২২। Johnson & Johnson
১৮৮৬ সালে যাত্রা আরম্ভ করে যুক্তরাষ্ট্র থেকে।
২৩। KFC
যুক্তরাষ্ট্রের এবং ১৯৩২ সালে জন্ম কেএফসির মালিকানা ভুক্ত পিৎজা হাটও। KFC প্রথম যাত্রা শুরু করেছিলো 1952 সালে salt lake city , utah, USA থেকে। কেএফসির মালিক Harland Sanders নিজে একজন এমেরিকান যিনি ১৯৮০ সালে লিউকোমিয়াতে মারা যান। যিনি ধর্মে আবার খ্রিস্টান।
যাই হোক,কোম্পানিগুলোর জন্ম সাল একটু লক্ষ্য করলে দেখা যায় যে, এসব কোম্পানির অধিকাংশেরই জন্ম ইসরায়েল নামক সন্ত্রাসী দেশটার জন্মের অনেক আগে। আর মালিকানা থাকা তো বহুদূরের কথা।
সত্যি বলতে কি, এই ইন্টারনেটের সহজলভ্যতার যুগেও যখন মানুষ ভুল তথ্য শেয়ার করে কিংবা বিশ্বাস করে তখন নিজেরই খারাপ লাগে। এখন সবার হাতেই স্মার্টফোন আছে, ইন্টারনেটও আছে,এতো কিছু থাকার পরও অন্যের দেওয়া তথ্যকে কোনো রুপ যাচাই না করে বিশ্বাস করব কেনো??মিথ্যা বানোয়াট মনগড়া এসব কথার বুলি সাজিয়ে কি লাভ বলেন? বিবেক বুদ্ধি ইন্টারনেট সব আপনারো আছে। একটু সার্চ কইরা দেখেন, সত্যটা জেনে যাবেন।
আরেকটা কথা! ফেসবুকে কোথাও ইসরাইলের পণ্য বর্জন এর কথা বললেই সেখানে অবশ্যই আপনি দেখতে পাবেন অতি উৎসাহী কেও কমেন্ট করেছে " ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজেও ইহুদি, সুতরাং ইসরাইলের পণ্য বয়কট করার আগে ফেসবুক বাদ দেন "
প্রথমত, জুকারবার্গ ইহুদি এইটা বাঙলাদেশের উর্বর মস্তিষ্কের কারো আবিষ্কার।উনি একজন Atheist, উইকিপিডিয়া তে খুব ক্লিয়ার করে দেওয়া আছে।
প্রসংগত, এখানে আরেকটা ব্যাপার জেনে রাখা দরকার যে,
Coca-Cola (Sprite,Coca-Cola,Diet Coke,Fanta etc), Pepsico
(Pepsi,Mirinda,7up,Aquafina,Mountain Dew), IBM,Intel,Mcdonalds, 20th century fox,CNN হল যুক্তরাষ্ট্রের, Nestle,kitkat & Maggi সুইজারল্যান্ডের, Vittel,Danone,L'Oréal, Auchan ফ্রান্সের,Nokia ফিনল্যান্ড এর এবং Hugo Boss জার্মান রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও হয় এদের মালিকানা ইহুদি, নয়ত ইসরাইলের উন্নয়নে বড় ধরনের সহায়তা দিয়ে আসছে। উধাহরনস্বরূপ বলা যায় 'নোকিয়া'র নাম।
তাই বাংলাদেশে ইসরায়েল পণ্য সরাসরি না পাওয়া গেলেও প্রবাসীরা যেসব পণ্যের বারকোড স্টারটিং শুরু হয় 729 থেকে, সেসব বর্জন করুন।
অতএব,পারলে আসুন আমারা জায়নামাজে বসে আল্লাহর কাছে গাজার নিপীড়িত মানুষের জন্য দোয়া করি এবং যতোটুকু সম্ভব অর্থ,ওষুধ ডোনেট করি(চাইলে সরাসরি বাংলাদেশে অবস্থিত সিরিয়ার অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারেন অথবা বিকাশের ডোনেট অপশন থেকেও করতে পারেন)। একমাত্র আল্লাহই পারেন আমাদের হেদায়াত দিতে আর সকল মজলুমকে রক্ষা করতে। আমিন

( তথ্যসুত্রঃ গুগল/উইকিপিডিয়া)
Next Post Previous Post
11 Comments
  • Unknown
    Unknown 26 May 2021 at 20:05

    আপনি মনে হয় ইসরায়িলের দালাল

    • NJ Sohag Babu
      NJ Sohag Babu 28 May 2021 at 20:11

      This comment has been removed by the author.

    • IT Lover
      IT Lover 9 October 2021 at 23:23

      This comment has been removed by the author.

    • IT Lover
      IT Lover 9 October 2021 at 23:25

      এটাই তো মনে হচ্ছে।

  • MD Rakibul Islam
    MD Rakibul Islam 10 June 2021 at 02:10

    Nestle israel product
    Source: https://www.tinybaskett.com/2021/05/israel-product-nestle.html

  • IT Lover
    IT Lover 9 October 2021 at 23:51

    This comment has been removed by the author.

  • IT Lover
    IT Lover 9 October 2021 at 23:55

    ইয়াহুদীদের মতো ধূর্ত পৃথিবীতে নেই। আপনার মতো মাগনা ডিফেন্ডার থাকলে ওদের ভালোই।
    এই নশ্বর পৃথিবীতে ইচ্ছায়-অনিচ্ছায়, জানতে-অজান্তে অনেকেই ওদের সহযোগিতা করে বেড়ায়। তাই অবাক হওয়ার কিছু নেই।

    • Maruf
      Maruf 29 November 2023 at 14:24

      সহমত

  • হাসান
    হাসান 25 October 2023 at 08:21

    Since the US provides financial support to israel, it is better not to use US products

  • Mamun Mintu
    Mamun Mintu 17 November 2023 at 19:59

    আপনি ইসরায়েলী মালিকানা আর ইহুদি মালিকানাকে এক করে ফেলেছেন। আসলে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মালিকানার চরিত্র নির্ভর করে শেয়ার হোল্ডারদের পরিচিতি দিয়ে। এদের সিইও বা চেয়ারম্যান দিয়ে নয়। আর এটি নির্মম সত্য যে আপনার উল্লিখিত কোম্পানীগুলোর শেয়ারের গুরুত্বপূর্ণ অংশই ইহুদি জায়নবাদিদের দখলে। এজন্যই আমেরিকা ব্যবসায়িক স্বার্থের কারণে জায়নবাদিদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, এমনকি সাধারণ ইহুদিদের প্রতিবাদ সত্বেও তারা ইসরাহলী সরকারের পক্ষেই অবস্থান নেয়। তাই এসকল কোম্পানির পণ্য বর্জন করলে একদিকে জায়নবাদিরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে দেশীয় কোম্পানিগুলো শক্তিশালী হবে ও দেশের সম্পদ দেশেই থেকে যাবে।

  • Maruf
    Maruf 29 November 2023 at 14:24

    দালালের গুষ্টি কিলাই...

Add Comment
comment url