FREELANCERS IT https://www.freelancersit.com/2020/12/how-to-active-on-fiverr.html

কিভাবে ফাইবারে ২৪/৭ ঘন্টা একটিভ থাকবেন ?

বর্তমানে ফাইবার একটি জনপ্রিয় অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। যেখানে কাজ করাও যেমন সহজ, পেমেন্ট নিয়েও তেমন কোন ঝামেলা নেয়। কাজ করা সহজ হলেও বর্তমানে কম্পিটিশন অনেক বেশি। কারণ যতই দিন যাচ্ছে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে। 
তাই এই কম্পিটিশন এ টিকতে হলে নিজেকে যতটা সম্ভাব অন্যের থেকে আলাদা ভাবে প্রেজেন্ট করতে হবে। নিজেকে অন্যের থেকে আলাদা ভাবে প্রেজেন্ট করার প্রথম কাজ হচ্ছে সব সময় অনলাইনে একটিভ থাকা। অর্থাৎ এই মার্কেটপ্লেসে কাজ পেতে হলে সার্বক্ষণিক অনলাইনে একটিভ থাকতে হবে।


দ্রুত কাজ পাওয়ার সিক্রেট টিকস জানতে নিচের পোস্টগুলো দেখুন। 

কিন্তু ২৪/৭ ঘন্টা কি অনলাইনে একটিভ থাকা সম্ভব? 

হ্যাঁ, সম্ভব। তো চলুন জেনে নেই, কিভাবে ২৮/৭ ঘন্টা ফাইবারে একটিভ থাকা যায়। তার আগে আমরা জেনে নেই কারন টা কি? কেন সার্বক্ষণিক অনলাইনে একটিভ থাকতে হবে?

ফাইবারে ২৪/৭ ঘন্টা একটিভ থাকতে হবে কেন? 

কারণ টা ভালভাবে বোঝার জন্য আমি প্রথমে একটা উদাহরণ দেই। ধরুন, আপনার একটি দোকান আছে। কিন্তু আপনি দোকানে সবসময় থাকেন না। কোন সময় দোকানে বসেন, আবার কোন সময় বন্ধ রাখেন। এখন আপনিই বলেন, আপনার বিক্রি কেমন হবে? আপনার কাস্টমার থাকবে কিনা? কোন কাস্টমার আপনার দোকানে এসে যখন দেখবে দোকান বন্ধ, তখন সে অন্য কোন দোকান থেকে তার প্রয়োজনীয় জিনিস কিনে চলে যাবে। এবং এক সময় আপনি ঐ কাস্টমারকে কখনোই পাবেন না। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন, কি হবে? 
ফাইবারও আপনার দোকোনের মতই। পার্থক্য হলো এর অস্তিত্ব অনলাইনে। এই দোকান করতে আপনার কোন টাকা খরচ করতে হয় না। আর প্রোডাক্টও কিনতে হয় না। আপনি নিজেই তৈরি করবেন প্রোডাক্ট। 
তো এই দোকান যদি আপনার ইচ্ছা হলে একটিভ রাখেন আবার ইচ্ছা হলে বন্ধ রাখেন, তাহলে তো কোন কাস্টমার পাবেন না।মানে হলো কোন বায়ার পাবেন না। এর আরও একটি বড় কারণ হলো অধিকাংশ বায়ার আমেরিকা বা অন্যান্য দেশ থেকে আসে। যাদের সাথে এমনিতেই একটা সময়ের ব্যবধান আছে। এইসব বায়ার রা এসে যাদের কে অনলাইনে একটিভ পায় তাদের সাথেই কথা বলার চেষ্টা করে। কারণ সময়ের মূল্যটা তাদের কাছে অনেক বেশি।

অনলাইনে একটিভ থাকার সুবিধা সমুহঃ 

  • গিগ র‌্যাঙ্ক ভালো থাকে। 
  • বায়াদের মেসেজ পাওয়ার সম্ভাবনা থাকে। 
  • বায়ার রিকুয়েস্ট পাওয়ার সম্ভাবনা থাকে। 
  • অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে।

যেভাবে ফাইবারে ২৪/৭ ঘন্টা অনলাইনে একটিভ থাকবেনঃ

১. অটো রিফ্রেশ গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করে। অটো রিফ্রেশ গুগল ক্রোম এক্সটেনশন পেতে এখানে ক্লিক করুন। Add to Chrome বাটনে ক্লিক করুন।

এরপর Add extension বাটনে ক্লিক করুন।
  

এখন আপনি যে ট্যাব এ অটো রিফ্রেশ চালু করতে চাচ্ছেন সে ট্যাব এ টাইমার সিলেক্ট করুন। টাইমার সিলেক্ট করার জন্য extensions আইকনে ক্লিক করুন।

যত গুলি এক্সটেনশন ইন্সটল করা আছে সব গুলো দেখতে পাবেন। অটো রিফ্রেশ এক্সটেনশন টি পিন করে রাখুন।


পিন হওয়ার পর অটো রিফ্রেশ এক্সটেনশন এর আইকন সার্চ বারের পাশে পাবেন। এখন এই আইকন এর উপর ক্লিক করুন।


এরপর একটি উইন্ডোতে টাইমার সিলেক্ট করার অপশন পাবেন। এখানে পাঁচ মিনিট সিলেক্ট করুন।
 

আপনার অটো রিফ্রেশ চালু হয়েছে। একটি ট্যাব এ সব সময় ফাইবার ওপেন করে রাখুন । সাথে অটো রিফ্রেশও একটিভ করে রাখুন। 

২. এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে। প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপ ইন্সটল করে আপনার একাউন্ট টি লগিন করুন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
প্রোফাইল থেকে অনলাইন স্টেটাস একটিভ করে দিন।

এতে যে কোন সময় কোন মেসেজ বা নোটিফিকেশন আসলে বুঝতে পারবেন। এমনকি কথাও বলতে পারবেন মোবাইল থেকেই। তাই রেসপোন্স রেট নিয়ে কোন চিন্তাই করতে হবে না।

সতর্কতাঃ 

গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করার সময় টাইমার কখনোই ৫ মিনিটের কম দেওয়া যাবে না। 

অটো রিফ্রেশার ব্যবহার করলে একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে কি? 

হ্যাঁ আছে। তবে ৫ মিনিটের কম সময়ে রিফ্রেশ করলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। এতে ফাইবারের এলগরিদম আপনাকে রোবট বলে মনে করতে পারে। কিন্তু ৫ মিনিটের বেশি বা ৫ মিনিট দিলে সমস্যা হবে না। আমি দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলছি।

ফ্রিল্যান্সিং এর পরিপূর্ণ গাইডলাইন পেতে নিচের পোস্টগুলো দেখুন। 
আরো কোন বিষয় জানার থাকলে কমেন্টস এ বলুন। আমাদের সহযোগীতা পেতে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন।
ধন্যবাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

4 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আশা করছি আপনার এই টিপস গুলো আমার জন্য সহায়ক হিসেবে কাজ করবে

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

নটিফিকেশন ও নোটিশ এরিয়া